রবিবার, ২৪ নভেম্বর ২০২৪ ।। ৯ অগ্রহায়ণ ১৪৩১ ।। ২২ জমাদিউল আউয়াল ১৪৪৬

শিরোনাম :
মানুষের অধিকার প্রতিষ্ঠায় দ্রুত নির্বাচনের বিকল্প নেই: তারেক রহমান জমিয়তের ভারপ্রাপ্ত সভাপতি হলেন শায়খ মাওলানা আবদুর রহীম ইসলামাবাদী কুমিল্লায় আন্তর্জাতিক ইসলামী মহাসম্মেলন আগামীকাল মাওলানা মনসুরুল হাসান রায়পুরীর ইন্তেকালে চরমোনাই পীরের শোক প্রকাশ জমিয়ত সভাপতি মাওলানা মনসুরুল হাসান রায়পুরী রহ.-এর বর্ণাঢ্য জীবন কওমি সনদকে কার্যকরী করতে ছাত্রদল ভূমিকা রাখবে: নাছির বড় ব্যবধানে জিতে প্রথমবারের মতো পার্লামেন্টে যাচ্ছেন প্রিয়াঙ্কা আইফোনে ‘টাইপ টু সিরি’ ফিচার যেভাবে ব্যবহার করবেন  স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসা জাতীয়করণের দাবি অত্যন্ত যৌক্তিক: ধর্ম উপদেষ্টা আল্লাহকে পেতে হলে রাসূলের অনুসরণ অপরিহার্য: কবি রুহুল আমিন খান

ভর্তি চলছে আরও যে চার মাদরাসায়

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

মোস্তফা ওয়াদুদ: রাজধানীর মুহাম্মদপুর বসিলা রোডে অবস্থিত জামি‘আতুর রউফ আল-ইসলামিয়া মাদরাসায় ভর্তি চলছে। ভর্তি শুরু হয়েছে গত এক রমজান থেকে। কোটা পূরণ পর্যন্ত ভর্তি চলবে এ প্রতিষ্ঠানে। আলোকিত মানুষ গড়ার প্রত্যয়ে শুরু করেছে মাদ্রাসাটি তার পথ চলা। মাদরাসাটি সার্বক্ষণিক সিসি ক্যামেরা দ্বারা নিয়ন্ত্রিত। এ মাদরাসায় রয়েছে সর্বাধুনিক নূরানী বিভাগ। মানসম্মত নাজেরাতুল কুরআন বিভাগ ও আন্তর্জাতিকমানের হিফজুল কুরআন বিভাগ।

আপনার সন্তানকে এ মাদরাসায় ভর্তি করার জন্য যোগাযোগ করুন মাদরাসার ঠিকানায়।

ঠিকানা: ৫/১৩ নর্থ সাউথ রোড, আরাম মডেল টাউন, বছিলা, মুহাম্মদপুর-ঢাকা-১২০৭। 

যোগাযোগের নাম্বার: ০১৯১১-৯৫৪৩৮৫, ০১৮১৯-৮৮৯১৫৩।

দুই. বাংলাদেশ কুরআন শিক্ষা বোর্ড কর্তৃক পরিচালিত জামিয়া ফজলুল উলুম ঢাকায় ভর্তি চলছে
ইলম ও আমলের সমন্বয় সাধন করে যোগ্য মানুষ গড়ার কাঙ্ক্ষিত প্রতিষ্ঠান ভর্তি চলছে। মোহাম্মদপুর, ঢাকা উদ্যান, ঢাকা ১২০৭ এর এ মাদরাসাটি চরমোনাই পীর মুফতী সৈয়দ মুহাম্মাদ ফয়জুল করীম পরিচালিত।

জামিয়ার বিভাগ পরিচিতি:
🔸ইফতা বিভাগ
🔸কিতাব বিভাগ
🔸হিফজুল কুরআন বিভাগ
(আন্তর্জাতিক মানের মশকের ব্যবস্থা থাকবে)
🔸কেরাতুল কোরআন বিভাগ

জামিয়ার বৈশিষ্ট্য সমুহ:
🔸বাংলাদেশ কুরআন শিক্ষা বোর্ড ও বেফাকুল মাদারিসিল আরাবিয়া [বেফাক] এর সমন্বিত সিলেবাসে পাঠদান।
🔸কওমি মাদরাসার মূল পাঠ্যসূচীর সাথে জেনারেল শিক্ষার সমন্বয়ে পাঠদান।
🔸বাংলাদেশ কুরআন শিক্ষা বোর্ডের সিলেবাস অনুযায়ী অতি অল্প সময়ে শিশুদের মক্তব সম্পন্ন করার ব্যবস্থা।
🔸 আন্তর্জাতিক মানের যোগ্যতা সম্পন্ন শিক্ষক দ্বারা হিফজ সম্পন্ন করার ব্যবস্থা ও মশকের ব্যবস্থা।
🔸উন্নত আবাসন ও রুটিন মাফিক সাস্থ্য সম্মত খাবারের ব্যবস্থা।
🔸এতিম, গরীব ও মেধাবীদের জন্য বিশেষ সুযোগ সুবিধা।
🔸সম্পুর্ণ কোলাহল মুক্ত পরিবেশে নিজস্ব ক্যাম্পাসে পাঠদান।
🔸সার্বক্ষণিক সিসি ক্যামেরা দ্বারা নিয়ন্ত্রিত। [আসন সংখ্যা সীমিত]

সার্বিক যোগাযোগ: মুফতী মুহাম্মাদ জাকির হোসাইন কাসেমী, মোবাইল : 01851980951, 01685031631

তিন. নোয়াখালীর আল-জামিয়াতুল আরাবিয়াতুল আহলিয়া দারুল উলুম (মিরওয়ারিশ পুর হোসাইনিয়া) মাদরাসায় ভর্তি চলছে

নোয়াখালী জেলার বেগমগঞ্জ থানায় অবস্থিত প্রবীনতম দাওরা হাদিস মাদরাসা আল-জামিয়াতুল আরাবিয়াতুল আহলিয়া দারুল উলুম (মিরওয়ারিশ পুর হোসাইনিয়া) প্রতিষ্ঠালগ্ন থেকে প্রিন্সিপাল হিসেবে দায়িত্ব পালন করছেন মাওলানা নিজামুদ্দীন। তিনি নোয়াখালী জেলার একজন শিক্ষাবিদ ও সমাজসেবী প্রবীণ আলেম।

গত ৬ শাওয়াল (১৯ মে) বুধবার থেকেই যথাযথভাবে স্বাস্থ্যবিধি মেনে জামিআ-এর ১৪৪২-৪৩ হিজরী ২০২১-২২ ইংরেজি শিক্ষাবর্ষের ভর্তি কার্যক্রম শুরু হয়েছে। আগামী বুধবার (২৬ই মে) পর্যন্ত নতুন/পুরাতন সমস্ত ছাত্রদের ভর্তি কার্যক্রম চলবে।

মিরওয়ারিশপুর হোসাইনিয়া মাদরাসায় রয়েছে,
১.নূরানী বিভাগ (১-৩ বর্ষ)
২.হিফজ বিভাগ
৩.কিতাব বিভাগ(ইবতেদায়ী থেকে দাওরায়ে হাদিস) পর্যন্ত।

এই মাদরাসাটি ছাত্রদের পড়ালেখার জন্য অত্যন্ত উপযোগী স্থান। দক্ষ ও অভিজ্ঞ উস্তাদদের মাধ্যমে সার্বক্ষণিক ছাত্রদের পড়াশোনার মানোন্নয়নের চেষ্টা করা হয়। একজন অভিভাবক তার কোমলমতি সন্তানকে এ মাদরাসায় ভর্তি করাতে পারেন অত্যন্ত স্বাচ্ছন্দ্যে। এখানে ছাত্রদের পড়াশুনার পাশাপাশি আমল আখলাক ও তরবিয়াতের প্রতি বিশেষ দৃষ্টি প্রদান করা হয়।’

ভর্তি ও ভর্তি পরীক্ষা :
(১) নতুন ছাত্রদের মৌখিক পরীক্ষার মাধ্যমে ৬ই শাওয়াল (১৯ মে) বুধবার থেকেই ভর্তি নেয়া হচ্ছে।

(২) পুরাতন ছাত্রদের মধ্যে যারা বার্ষিক পরীক্ষায় উত্তীর্ণ হয়েছে, তাদের জন্য সরাসরি ও মোবাইলে উভয় পন্থায় ভর্তি হওয়ার সুযোগ আছে।

মাদরাসার ভর্তি ফি: ‌নূরানী বিভাগ, ১ম-৩য় শ্রেনীতে নতুন ৯০০ টাকা, পুরাতন ৮৫০ টাকা
রওজা( শিশু জামাত)৬৫০ টাকা। নূরানী বিভাগে ভর্তির সাথে বই ফ্রী।

‌হিফজ বিভাগ: নতুন ১৩০০ টাকা, পুরাতন ১১০০ টাকা।
‌কিতাব বিভাগ : নতুন ১১০০ টাকা, পুরাতন ১০৫০ টাকা
মোবাইল নম্বর: নূরানী বিভাগ: ০১৮১৫৬৩০২২৬, ০১৮৮৩২৬৫৪৯৯

হিফজ বিভাগ: ০১৮৮৫৯৬৮৭৯৫, ০১৮২৪৫৬৪০৩৪
কিতাব বিভাগ: ০১৮১৬০৬১২৭৭, ০১৮৮২৭২০০১৩

চার. জামিয়া ইসলামিয়া দারুল উলুম নূরের চালা মাদরাসায় ভর্তি চলছে

স্বাস্থবিধি মেনে নির্ধারিত তারিখ ৭ শাওয়াল, ২০-মে রোজ বৃহস্পতিবার বার সকাল ১০-টা থেকে অফলাইন ও অনলাইনে ভর্তি কার্যক্রম শুরু হবে জামিয়া ইসলামিয়া দারুল উলুম নূরের চালা মাদরাসায়।

* যে যে বিভাগে ভর্তি নেওয়া হবে।

নূরানী বিভাগ
নাজেরা বিভাগ
হিফজুল কোরআন বিভাগ
হিফ্জ রিভিশন বিভাগ
ইবতেদায়ী থেকে জালালাইন বিভাগ
ইফতা বিভাগ (১ বছর)
বয়স্কদের জন্য নৈশ শিক্ষা

ভর্তির ফি = ৩৫০০/=টাকা
ভর্তির ফরম = ১০০/=টাকা
(আবাসিক) = ৩৫০০/=টাকা
ডে-কেয়ার = ২৫০০/=টাকা
অনাবাসিক = ১৫০০/টাকা

♦ অফলাইন ভর্তির নিয়মাবলি :
১. স্বাস্থ্যবিধি মেনে মাদ্রাসার অফিস থেকে ফরম সংগ্রহ করে ভর্তি হতে হবে।

২. সাথে নিজের ২ কপি পাসপোর্ট সাইজ ছবি, ভোটার আইডি কার্ডের ফটোকপি/জন্ম নিবন্ধন কার্ডের ফটোকপি নিয়ে আসতে হবে।

♦ অনলাইন ভর্তির নিয়মাবলি :
১. যারা সরাসরি মাদ্রাসায় আসতে সক্ষম নয়, তাদের জন্য নিম্মে দেয়া হোয়াটসএ্যাপ নাম্বারে নিজের পূর্ণ নাম, ঠিকানা দিতে হবে।

২. ভর্তি ছাত্রগণ বিকাশ, নগদ (খরচসহ) ভর্তির পূর্ণ (৩৫০০) টাকা। পাঠিয়ে ভর্তি নিশ্চিত করতে হবে।

যোগাযোগ: মুফতী মাহফুজুর রশীদ ক্বাসেমী, মুফতী আরিফ বিল্লাহ আল ফরিদী
যোগাযোগঃ 01915595113, 01776312730(Whatsapp), 01925347349

এমডব্লিউ/


সম্পর্কিত খবর


সর্বশেষ সংবাদ