সোমবার, ২৫ নভেম্বর ২০২৪ ।। ৯ অগ্রহায়ণ ১৪৩১ ।। ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

শিরোনাম :
চিকিৎসকরা বছরে দুইবারের বেশি বিদেশ যেতে পারবেন না ঢাকা থেকে ভাঙ্গা হয়ে খুলনায় গেলো পরীক্ষামূলক ট্রেন নির্বাচনের তারিখ ঘোষণা করবেন প্রধান উপদেষ্টা: প্রেস উইং ধর্মীয় মূল্যবোধ ও সাম্যের ভিত্তিতে সংবিধান রচনার আহ্বান নেপালে ফের কুরআন প্রতিযোগিতার আয়োজন করছে সৌদি আগামীকাল সংবিধান সংস্কার কমিশনে প্রস্তাবনা পেশ করবে ইসলামী আন্দোলন ‘আল্লামা আতহার আলী রহ. জীবন, কর্ম, অবদান’ বইয়ের মোড়ক উন্মোচন আগামীকাল হাজী ইমদাদুল্লাহ মুহাজিরে মক্কী রহ. : কে এই মহান ব্যক্তি হাজিদের স্বার্থ রক্ষায় সরকার প্রতিশ্রুতিবদ্ধ : ধর্ম উপদেষ্টা মহানবীকে সা. নিয়ে কটূক্তি করলে সংবিধানে শাস্তির বিধান রাখার প্রস্তাব পার্থের

ইন্টারনেটের গতিতে দুই ধাপ এগিয়েছে বাংলাদেশ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: মোবাইল ইন্টারনেটের গতিতে ১৩৪টি দেশের মধ্যে বাংলাদেশের অবস্থান ১৩২তম। এগিয়েছে দুই ধাপ। সম্প্রতি স্পিডটেস্ট-এর গ্লোবাল র‌্যাঙ্কিং প্রকাশ করা হয়েছে। প্রকাশিত র‌্যাঙ্কিং-এ মোবাইল ইন্টারনেটের গতিতে ১৩৪টি দেশের মধ্যে বাংলাদেশের অবস্থান ১৩২তম হিসেবে এ দুই ধাপ এগিয়েছে। স্পিডটেস্ট-এর তথ্য বিশ্লেষণ করে দেখা যায়, গত বছরের এপ্রিল থেকে চলতি বছরের মার্চ পর্যন্ত দেশে মোবাইল ইন্টারনেটের গতি ছিলো ১০ এমবিপিএসর কাছাকাছি।

চলতি বছরের মার্চ মাসে মোবাইল ইন্টারনেটের গতির দিক থেকে বাংলাদেশের অবস্থান ছিলো ১৩৬তম, সেই সময়ে ইন্টারনেটের গতি পাওয়া যায় ১০ দশমিক ৪০ এমবিপিএস। এপ্রিল মাসে এসে ১১ দশমিক ৩২ এমবিপিএস ইন্টারনেটের গতি মিলেছে দেশে। ফলে একমাসের ব্যবধানে মোবাইল ইন্টারনেটের গতিতে চার ধাপ উন্নতি হয়েছে বাংলাদেশের। তালিকায় বাংলাদেশের পরেই রয়েছে ভেনেজুয়েলা এবং আফগানিস্তান।

মোবাইল ইন্টারনেটের গতিতে শেষের দিকে হলেও ব্রডব্যান্ড ইন্টারনেট সূচকে বাংলাদেশের অবস্থান চোখে পড়ার মত। সূচকে ফাইবার অপটিক ক্যাবলের মাধ্যমে ব্রডব্যান্ড ইন্টারনেটের গতিতে অন্য অনেক দেশের চাইতেই এগিয়ে বাংলাদেশ।

তবে মার্চ মাসের তুলনায় এপ্রিল মাসে ব্রডব্যান্ড সূচকে কোনো পরিবর্তন হয়নি। ব্রডব্যান্ডের দিক থেকে ১৭৬টি দেশের মধ্যে বাংলাদেশের অবস্থান ৯৯তম। বিশ্বে মোবাইল ইন্টারনেট গতিতে প্রথম পাঁচ দেশের তালিকায় রয়েছে দুবাই, দক্ষিণ কোরিয়া, কাতার, চীন ও সৌদি আরব এবং ব্রডব্যান্ড ইন্টারনেটের গতিতে তালিকায় এগিয়ে রয়েছে সিঙ্গাপুর, দক্ষিণ কোরিয়া, হংকং, মোর্নাক এবং রোমানিয়া।

এমডব্লিউ/


সম্পর্কিত খবর


সর্বশেষ সংবাদ