আওয়ার ইসলাম ডেস্ক: পেশাগত দায়িত্ব পালন করতে স্বাস্থ্য মন্ত্রণালয়ে গিয়ে হেনস্তার শিকার হয়েছেন প্রথম আলোর জ্যেষ্ঠ প্রতিবেদক রোজিনা ইসলাম। তুমুল আলোচিত ওই ঘটনার সময় সেখানে উপস্থিত ছিলেন অতিরিক্ত সচিব জেবুন্নেসা। ‘হেনস্তাকারী’ হিসেবে বারবার তার নাম গণমাধ্যমে উঠে এসেছে। এ অবস্থায় তাকে নিয়ে সংবাদ প্রচার বন্ধ করতে তথ্য মন্ত্রণালয়ে চিঠি পাঠানো হয়েছে।
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ে এই চিঠি পাঠানো হয়েছে স্বাস্থ্য মন্ত্রণালয় থেকে। চিঠিতে বলা হয়, কাজী জেবুন্নেসা বেগম রাষ্ট্রের একজন ঊর্ধ্বতন কর্মকর্তা। এভাবে সংবাদ প্রকাশ করায় ব্যক্তিগত, পারিবারিক ও সামাজিকভাবে তিনি মর্যাদাহানির শিকার হচ্ছেন।
তাই অনতিবিলম্বে তাকে নিয়ে সংবাদ প্রকাশে বিরত থাকতে অনুরোধ করা হলো। সাংবাদিক রোজিনা ইসলামের হেনস্তার ঘটনার পরপরই সামনে আসে কাজী জেবুন্নেসার নাম। বিশেষ করে সামাজিক যোগাযোগ মাধ্যমে তাকে ‘দুর্নীতিগ্রস্ত’ বলে প্রচার চালানো হয়। তার পারিবারিক বিষয় নিয়েও চলে আলোচনা-সমালোচনা। তথ্য মন্ত্রণালয়ে পাঠানো চিঠিকে সেসব অভিযোগকে ‘অসত্য’ আখ্যা দেওয়া হয়েছে।
-এটি