আওয়ার ইসলাম ডেস্ক: যুদ্ধবিরতির মধ্য দিয়ে ফিলিস্তিনে ইসরায়েলি আগ্রাসন বন্ধ হয়েছে। অনেকটা একতরফা এই যুদ্ধে ধ্বংসস্তূপে পরিণত হয়েছে গাজার বিভিন্ন এলাকা। খাদ্য ও পানীয় সঙ্কটে মানবেতর জীবন যাপন করছে অধিকাংশ গাজাবাসী। এ অবস্থায় ভঙ্গুর ফিলিস্তিনের পূনর্গঠন এবং তাদেরকে সাহায্য করতে সামরিক সদস্য পাঠানোর অনুরোধ করেছেন ডা. জাফরুল্লাহ চৌধুরী।
আজ শনিবার (২২ মে) জাতীয় প্রেসক্লাবে ফিলিস্তিনিদের সংগ্রাম ও স্বাধীনতার প্রতি সংহতি জানিয়ে আয়োজিত এক সমাবেশে বক্তব্য দেওয়ার সময় সরকারের প্রতি এই অনুরোধ জানান তিনি।
জাফরুল্লাহ বলেন, সরকারকে অনুরোধ করতে চাই- দ্রুত সিদ্ধান্ত নিয়ে ফিলিস্তিনে অন্তত ১০ হাজার সামরিক জনবল পাঠানোর চেষ্টা করুন।
‘ফিলিস্তিনিরা দীর্ঘদিন ধরে আত্মরক্ষার সংগ্রামে লিপ্ত। মনে রাখতে হবে, আমাদেরকেও একসময় ফিলিস্তিনিদের মতো সংগ্রাম করতে হয়েছে। ভারতসহ অনেকেই তখন আমাদের পাশে এসে দাঁড়িয়েছে। তাই ফিলিস্তিনিদের পাশে দাঁড়ানো এখন আমাদের কর্তব্যের মধ্যে পড়ে।’ বলেন বীর মুক্তিযোদ্ধা ডা. জাফরুল্লাহ চৌধুরী। একই বক্তব্যে পাকিস্তানকে ক্ষমা করে দিয়ে দেশটির সঙ্গে কূটনৈতিক সম্পর্ক আরও জোরদার করার আহ্বান জানিয়ে গণস্বাস্থ্য কেন্দ্রের এই প্রতিষ্ঠাতা বলেন, এই সময়ে এসে সবচেয়ে গুরুত্বপূর্ণ কাজটি হলো কূটনৈতিক সম্পর্ক জোরদার করা।
‘যত বেশি দেশের সাথে আপনি সম্পর্ক তৈরি করতে পারবেন, রাষ্ট্র হিসেবে ততই শক্তিশালী হবেন। বৈরিতা চলমান রেখে খুব বেশিদূর এগিয়ে যাওয়া যায় না।’
-এটি