রবিবার, ২৪ নভেম্বর ২০২৪ ।। ৯ অগ্রহায়ণ ১৪৩১ ।। ২২ জমাদিউল আউয়াল ১৪৪৬

শিরোনাম :
মানুষের অধিকার প্রতিষ্ঠায় দ্রুত নির্বাচনের বিকল্প নেই: তারেক রহমান জমিয়তের ভারপ্রাপ্ত সভাপতি হলেন শায়খ মাওলানা আবদুর রহীম ইসলামাবাদী কুমিল্লায় আন্তর্জাতিক ইসলামী মহাসম্মেলন আগামীকাল মাওলানা মনসুরুল হাসান রায়পুরীর ইন্তেকালে চরমোনাই পীরের শোক প্রকাশ জমিয়ত সভাপতি মাওলানা মনসুরুল হাসান রায়পুরী রহ.-এর বর্ণাঢ্য জীবন কওমি সনদকে কার্যকরী করতে ছাত্রদল ভূমিকা রাখবে: নাছির বড় ব্যবধানে জিতে প্রথমবারের মতো পার্লামেন্টে যাচ্ছেন প্রিয়াঙ্কা আইফোনে ‘টাইপ টু সিরি’ ফিচার যেভাবে ব্যবহার করবেন  স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসা জাতীয়করণের দাবি অত্যন্ত যৌক্তিক: ধর্ম উপদেষ্টা আল্লাহকে পেতে হলে রাসূলের অনুসরণ অপরিহার্য: কবি রুহুল আমিন খান

দেশের আরও তিন মাদরাসায় ভর্তি চলছে

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: দেশের চট্টগ্রাম জেলার অন্যতম শীর্ষ মাদরাসা জামিয়া দারুল মা’আরিফ আল-ইসলামিয়া চট্টগ্রামে ১৪৪২-১৪৪৩ হিজরি মােতাবেক ২০২১-২০২২ ঈসায়ী শিক্ষাবর্ষে ভর্তিচ্ছুক নতুন-পুরাতন ছাত্রদের ভর্তি কার্যক্রম শুরু হবে আগামীকাল (সোমবার)। মাদরাসার প্রতিষ্ঠাতা মহাপরিচালক আল্লামা মুহাম্মদ সুলতান যওক নদভী স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তির মাধ্যমে এ বিষয়টি জানানো হয়েছে।

সেখানে বলা হয়েছে, বৈশ্বিক মহামারী কোভিড-১৯ এর প্রকোপ বেড়ে যাওয়ায় গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের নির্দেশনা অনুযায়ী ২৯ মে ২০২১ ইংরেজি পর্যন্ত শিক্ষা প্রতিষ্ঠানের একাডেমিক কার্যক্রম বন্ধ থাকবে। তবে নতুন শিক্ষাবর্ষের ধারাবাহিকতা রাখার নিমিত্তে ভর্তি কার্যক্রম সম্পাদনের লক্ষ্যে আগামীকাল সােমবার  (১১ শাওয়াল) ১৪৪২ হিজরী মােতাবেক ২৪ মে ২০২১ ঈসায়ী হতে ভর্তি কার্যক্রম শুরু হবে ইনশাআল্লাহ। নতুন-পুরাতন সকল ছাত্রকে নিন্মলিখিত নিয়মনীতি ও সময়সূচি অনুযায়ী ভর্তি কার্য সম্পন্ন করার নির্দেশনা দেয়া হচ্ছে।

বিশেষ নির্দেশনা: ছাত্র/অভিভাবক সকলেই স্বাস্থ্যবিধি, ব্যক্তিগত সতর্কতা ও সরকার ঘােষিত নির্দেশনা মেনে চলতে
বাধ্য থাকবেন। জুমাবার ব্যতীত প্রতিদিন সকাল ০৯-০০ টা থেকে দুপুর ০১-০০ টা পর্যন্ত তালীমাত অফিস (শিক্ষা পরিচালনা বিভাগ) থেকে ফরম সংগ্রহ ও ভর্তি প্রক্রিয়া সম্পাদন করা যাবে। ১১ শাওয়াল ১৪৪২ হিজরী মােতাবেক ২৪ মে ২০২১ ঈসায়ী থেকে ২৮ শাওয়াল ১৪৪২ হিজরী মােতাবেক ১০ জুন ২০২১ ঈসায়ী, বৃহস্পতিবার পর্যন্ত ভর্তি কার্যক্রম চলমান থাকবে।

আপাতত জামিয়ার অভ্যন্তরীণ আবাসিক ও খাদ্য ব্যবস্থাপনা সম্পূর্ণ বন্ধ থাকবে। তাই ভর্তি কার্যক্রম সম্পন্ন করে দ্রুত ক্যাম্পাস ত্যাগ করতে হবে। জামিয়ার আশপাশের ছাত্ররা স্ব-শরীরে, এবং দূরের ছাত্ররা অনলাইনে ফরম সংগ্রহ করতে পারবে। তবে প্রক্রিয়া চূড়ান্ত করতে ভর্তিচ্ছুক ছাত্রের স্ব-শরীরে উপস্থিতি আবশ্যক।

মাদরাসার সার্বিক যােগাযােগ: ০১৮৫১-৮৩৫১৬৫, ০১৮২২-৫৯৯৭৭০।

দুই. নতুনবাগ মাদ্রাসায় ইফতাসহ সকল বিভাগে ভর্তি চলছে

রাজধানী ঢাকার রামপুরাস্থ জামিয়া আরাবিয়া দারুল উলুম নতুনবাগ মাদ্রাসায় ১৪৪২/৪৩ হিজরী শিক্ষাবর্ষের নতুন ও পুরাতন ছাত্রদের ভর্তি নূরানী বিভাগ থেকে ইফতা বিভাগ পর্যন্ত সকল বিভাগে গত বৃহস্পতিবার ২০ মে থেকে শুরু হয়েছে বলে জানিয়েছেন নতুনবাগ মাদ্রাসার মুহতামিম ও শায়খুল হাদিস মাওলানা ড.গোলাম মহিউদ্দিন ইকরাম।

মাওলানা মহিউদ্দিন ইকরাম আওয়ার ইসলামকে বলেন, আমাদের শিক্ষা প্রতিষ্ঠানের দাওরায়ে হাদিস ও ইফতা বিভাগের সিংহভাগ শিক্ষক বিশ্ববিখ্যাত বিদ্যাপীঠ দারুল উলুম দেওবন্দ থেকে উচ্চ শিক্ষা গ্রহণ করেছেন। প্রতিষ্ঠানটির প্রতিষ্ঠালগ্ন থেকেই তা’লীম-তারবিয়াত এর সার্বিক তত্ত্বাবধান করেছেন সাবেক ধর্মপ্রতিমন্ত্রী আল্লামা মুফতি মুহাম্মদ ওয়াক্কাস রহ.ও আমার অত্যন্ত মুশফিক উস্তাদ আল্লামা নূর হোসাইন কাসেমী রহ.। আল্লামা মুফতি মুহাম্মদ ওয়াক্কাস রহ. ছিলেন আমাদের মাদরাসার প্রধান মুফতি ও শায়খুল হাদিস আর আল্লামা নূর হোসাইন কাসেমী রহ. ছিলেন প্রধান মুরব্বি ও শায়খুল হাদিস।

তিনি আরও বলেন, ‘আমাদের মাদরাসার বেশিরভাগ শিক্ষক এই দুই মহান মনীষী কর্তৃক নির্বাচিত। দারুল উলুম দেওবন্দের পূর্ণ চিন্তা-চেতনায় ছাত্রদের গড়ে তোলাই আমাদের লক্ষ্য ও উদ্দেশ্য। আমাদের প্রতিষ্ঠানের শিক্ষার মান সন্তোষজনক।’

নতুনবাগ মাদ্রাসার সিনিয়র মুহাদ্দিস মুফতি ইমরানুল বারী সিরাজী বলেন, আমাদের মাদরাসার শিক্ষকবৃন্দ যুগসচেতন। অনেকেই দরস-তাদরিসের পাশাপাশি সাহিত্য, সাংবাদিকতা ও লিখনীর ময়দানে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছেন। সব শিক্ষক‌ই দক্ষ, যোগ্য ও অভিজ্ঞ।

প্রতিদিন সকাল ৯টা থেকে বিকাল ৩ টা পর্যন্ত ভর্তি চলছে।
ভর্তির জন্য যোগাযোগ:
মুফতি আবু সাঈদ
নাজিমের তালিমাত ও সিনিয়র মুহাদ্দিস
মোবাইল: ০১৮১৬৫৩৮১২৭

তিন. নারীদের উচ্চতর দ্বীনি শিক্ষায় অনন্য এক আদর্শ প্রতিষ্ঠান: ‘রওজাতুস সালিহাত মহিলা মাদরাসা’

ইলমে-দ্বীনের শিক্ষা অর্জন করা প্রত্যেক মুসলমান নর-নারীর উপর ফরয। যাতে করে তারা কুরআন ও সুন্নাহ মোতাবেক জীবন যাপন করে ইহকালের কল্যাণ ও পরকালের নাজাত হাসিল করা যায়।একমাত্র সহীহ দ্বীন শিক্ষার দ্বারাই হালাল-হারাম, ন্যায়-অন্যায় এর পার্থক্য নির্ণয় করত: সকল প্রকার ভ্রান্তি পরিহার করে ঈমান ও আমলের পথে জীবন পরিচালনা করে আল্লাহর সন্তুষ্টি ও নৈকট্য অর্জন করা যায়। এ জন্যই কুরআন ও হাদীসে দ্বীন শিক্ষার গুরুত্ব ও তাগিদ দিয়ে অসংখ্য বাণী বিদ্যমান।

জীবন চলার পথে প্রয়োজনীয় দ্বীনি ইলম শিক্ষা করা একজন পুরুষের জন্য যতটুকু গুরুত্বপূর্ণ, একজন নারীর জন্যও ঠিক ততটুকুই অপরিহার্য। যাতে করে মুসলমানদের প্রতিটি ঘর হয় এক একটি দ্বীন শিক্ষার বিদ্যাপীঠ। প্রতিটি মায়ের কোল হয় শিশুর দ্বীন শিক্ষার সুতিকাগার। আর মাতৃকূল থেকেই শিশুরা সুশিক্ষায় হাতে খড়ি পেয়ে তিলে তিলে সমৃদ্ধির পথে অগ্রসর হয় এবং মানবীয় গুণের বিকাশের মাধ্যমে উন্নত সমাজ গঠনে শক্তিশালী ভূমিকা রাখতে সক্ষম হয়।

ধর্মীয় অনুশাসন সমৃদ্ধ পর্দা ঘেরা নিরাপদ ও পরিচ্ছন্ন আবাসন ব্যবস্থা, আধুনিক শিক্ষা ও দ্বীন শিক্ষার সমন্বয়ে বাস্তবমুখী সিলেবাসে উন্নত মানের শিক্ষা ব্যবস্থা সংবলিত ব্যতিক্রমধর্মী প্রতিষ্ঠান আমাদের অনেকেরই প্রত্যাশা। দ্বীনদার, স্বাবলম্বী ও রুচিশীল ব্যাক্তিবর্গের প্রত্যাশা ও চাহিদাকে সামনে রেখেই ‘রওজাতুস সালিহাত মহিলা মাদরাসা’ এর প্রতিষ্ঠা। একমাত্র আল্লাহর উপর ভরসা করে সম্পূর্ণ ভিন্ন আঙ্গিকে গড়া প্রতিষ্ঠানটির অগ্রযাত্রায় আপনার অংশগ্রহণ, পরামর্শ ও দোয়া আমাদের একান্ত কাম্য।

লক্ষ্য ও উদ্দেশ্য:
একটি আদর্শ জাতি গঠনে একজন আদর্শ নারীর অপরিসীম গুরুত্বের বিষয়টিকে সামনে রেখে কুরআন সুন্নাহ ও সাধারন জ্ঞান-বিজ্ঞানের এক অনুপম সংমিশ্রনের দ্বারা শিশুবস্থায়ই তাদের মাঝে উন্নত চারিত্রিক, বুদ্ধিবৃত্তিক, মানসিক ও আধ্যাত্মিক গুণাবলীর ভিত রচনা করত: ধর্মীয়ভাবে সমৃদ্ধশালী একটি সমাজ ও দেশ গঠনের নিখাদ প্রচেষ্টার মাধ্যমে মহান আল্লাহ রাব্বুল আলামীনের সন্তুষ্টি ও নৈকট্য অর্জনই এই ব্যতিক্রমধর্মী মাদরাসা প্রতিষ্ঠার একমাত্র লক্ষ ও উদ্দেশ্য।

রওজাতুস সালিহাত মহিলা মাদরাসার বৈশিষ্ট্য:
* কওমি সিলেবাসের সাথে আধুনিক শিক্ষার অপূর্ব সমন্বয়ে যুগোপযোগী পাঠদান।
* শরয়ী পর্দাব্যবস্থা শতভাগ অনুসরণ এবং ছাত্রীদের জন্য সাবলীল পরিবেশ।
* সার্বক্ষণিক সিসি ক্যামেরার মাধ্যমে নিরাপত্তা পর্যবেক্ষণ।
* বিষয়ভিত্তিক দক্ষ ও অভিজ্ঞ সুযোগ্য আলেমা ও জেনারেল শিক্ষিকাবৃন্দের মাধ্যমে পাঠদান।
* সরকারী বোর্ড পরীক্ষায় অংশগ্রহণের সু-ব্যবস্থা।
* শিক্ষার পাশাপাশি ছাত্রীদের আদব, আখলাক ও চরিত্র গঠনের অনুশীলনে বিশেষ গুরুত্ব ও তদারকী।
* ছাত্রীদের মন-মানসিকতা ও বহুমুখী প্রতিভার বিকাশের জন্য সমৃদ্ধ লাইব্রেরী, সাহিত্য ও সংস্কৃতি চর্চার ব্যবস্থা।
* মাতৃস্নেহে সার্বক্ষণিক দেখভাল ও তত্ত্বাবধানের মাধ্যমে তালিম ও আমলের এক মনোমুগ্ধকর পরিবেশ।
* অভিজ্ঞ ডাক্তার দ্বারা প্রাথমিক স্বাস্থ্য পরীক্ষার সু-ব্যবস্থা।
* স্বাস্থ্যসম্মত ও রুচিশীল খাবার পরিবেশন।
* শীতাতপ নিয়ন্ত্রিত আবাসন।
* প্রবাসী অভিভাবকগণের সন্তানদের অভিভাবকত্ব গ্রহণ।

প্লে থেকে বাংলা ও ইংরেজি উভয় মাধ্যমে পাঠদানসহ বিশুদ্ধ তিলাওয়াতে পবিত্র কুরআন শিক্ষা ও দ্বীনের আবশ্যকীয় মাসআলা-মাসায়েল শিক্ষা প্রদানের মাধ্যমে ছাত্রীদের যে কোন প্রতিষ্ঠানে ভর্তির জন্য দক্ষ ও উপযুক্ত করে গড়ে তোলা।

যেসব বিভাগ রয়েছে-
প্রাথমিক বিভাগ: ছোটদের জন্য পাঁচ বছরের প্রাথমিক কোর্স। এতে পবিত্র কুরআন শরীফ বিশুদ্ধ তিলাওয়াত, নির্বাচিত সূরা ও হাদীস মুখস্তকরণ, আরবি, উর্দু, বাংলা, ইংরেজি, গণিত, ইতিহাস, ভূগোল, বিজ্ঞান, মাসআলা-মাসায়েল, আদব-আখলাক ও অন্যান্য বিষয়ে কাউন্সিলিং ও অনুশীলনের সমন্বয়ে গঠিত ৫ম শ্রেণী পর্যন্ত প্রাথমিক শিক্ষা কোর্স পরিচালনা করা হয়।

হিফজ বিভাগ: সম্পূর্ণ ভিন্ন ও নিরিবিলি পরিবেশে সীমিত সংখ্যক আসনে সুদক্ষ হাফেজা দ্বারা পরিচালিত আধুনিক মানের হিফজ বিভাগ রয়েছে।

কিতাব বিভাগ: আরবি ভাষায় দক্ষ শিক্ষিকা দ্বারা পরিচালিত। বাংলা, ইংরেজী ভাষায় গুরুত্ব’সহ বেফাক সিলেবাসের সমন্বয়ে ৮ বছরে দাওরায়ে হাদীস পর্যন্ত শিক্ষার সু-ব্যবস্থা আছে।

খন্ডকালীন কুরআন শিক্ষা: বয়স্ক মহিলাদের জ্ন্য বিশুদ্ধ কুরআন তিলাওয়াত, প্রয়োজনীয় মাসআলা-মাসায়েল ও নির্বাচিত সূরা মুখস্ত করার সুব্যব্স্থা।

স্কুল/কলেজ পড়ুয়া ছাত্রীদের জন্য বিশুদ্ধ কুরআন তিলাওয়াত, হাতে কলমে নামাযের তালিম ও প্রয়োজনীয় মাসআলা সমূহের শিক্ষাদান।

পাঠদানের পদ্ধতি:
* আরবী ও বাংলার পাশাপাশি ইংরেজি ভাষায় পারদর্শিতা অর্জনের প্রতি সমান গুরুত্বারোপ।
* নিয়মিত ক্লাস টেস্ট, মাসিক পরীক্ষা, ইয়ার ফাইনাল, প্রি-টেস্ট এবং মডেল টেস্ট-এর মাধ্যমে ছাত্রীদের মেধা ও শিক্ষার মান যাচাই।
* শ্রেণী কক্ষেই পাঠদান ও পাঠ গ্রহণ।
* সেমিস্টার পদ্ধতি।
* একাডেমিক ক্যালেন্ডার অনুসরণ।
* ছাত্রীদের বাড়ির কাজও দৈনিক ডায়েরীর মাধ্যমে পরিচালনা ও নিয়ন্ত্রণ।
* অপেক্ষাকৃত সার্বিক অগ্রগতি বিষয়ক সাপ্তাহিক ও মাসিক সেমিনারের আয়োজন।
* প্রতি সেমিস্টারের জন্য বিষয়ভিত্তিক পাঠ পরিকল্পনা প্রণয়ন।

ফি সংক্রান্ত তথ্যাবলী:
আবাসিক শাখা- ভর্তি ফরম ২০০ টাকা, ভর্তি ফি এককালীন- ৮,০০০ টাকা, মাসিক ফি- ৭,৫০০ টাকা।
ডে-কেয়ার শাখা- ভর্তি ফরম ২০০ টাকা, ভর্তি ফি এককালীন- ৬,০০০ টাকা, মাসিক ফি- ৬,০০০ টাকা।
অনাবাসিক শাখা- ভর্তি ফরম ২০০ টাকা, ভর্তি ফি এককালীন- ৬,০০০ টাকা, মাসিক ফি- ৩,০০০ টাকা।
খন্ডকালীন শাখা- ভর্তি ফরম ২০০ টাকা, ভর্তি ফি এককালীন- ৪,০০০ টাকা, মাসিক ফি- ২,০০০ টাকা।

রওজাতুস সালিহাত মহিলা মাদরাসা’য় ভর্তিসংক্রান্ত বিষয়সহ সার্বিক যোগাযোগ নিচের ঠিকানা ও মোবাইল নম্বরে করা যাবে।বাড়ী- ১২, শাহ মাখদুম এভিনিউ, সেক্টর- ১১, উত্তরা মডেল টাউন, ঢাকা- ১২৩০
মোবাইল ফোন- ০১৭০৭-৩৩৪০০৭ (অফিস), ০১৭২০-২৩৬০৬১ (পরিচালক)।

এমডব্লিউ/


সম্পর্কিত খবর


সর্বশেষ সংবাদ