রবিবার, ২৪ নভেম্বর ২০২৪ ।। ৯ অগ্রহায়ণ ১৪৩১ ।। ২২ জমাদিউল আউয়াল ১৪৪৬

শিরোনাম :
মানুষের অধিকার প্রতিষ্ঠায় দ্রুত নির্বাচনের বিকল্প নেই: তারেক রহমান জমিয়তের ভারপ্রাপ্ত সভাপতি হলেন শায়খ মাওলানা আবদুর রহীম ইসলামাবাদী কুমিল্লায় আন্তর্জাতিক ইসলামী মহাসম্মেলন আগামীকাল মাওলানা মনসুরুল হাসান রায়পুরীর ইন্তেকালে চরমোনাই পীরের শোক প্রকাশ জমিয়ত সভাপতি মাওলানা মনসুরুল হাসান রায়পুরী রহ.-এর বর্ণাঢ্য জীবন কওমি সনদকে কার্যকরী করতে ছাত্রদল ভূমিকা রাখবে: নাছির বড় ব্যবধানে জিতে প্রথমবারের মতো পার্লামেন্টে যাচ্ছেন প্রিয়াঙ্কা আইফোনে ‘টাইপ টু সিরি’ ফিচার যেভাবে ব্যবহার করবেন  স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসা জাতীয়করণের দাবি অত্যন্ত যৌক্তিক: ধর্ম উপদেষ্টা আল্লাহকে পেতে হলে রাসূলের অনুসরণ অপরিহার্য: কবি রুহুল আমিন খান

গবেষণাধর্মী প্রতিষ্ঠান ‘মারকাযুল ফিকহিল ইসলামী’তে ভর্তি চলছে

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: রাজধানীর উত্তরা ১০নং সেক্টরে প্রতিষ্ঠিত ইসলামী গবেষণামূলক আধুনিক শিক্ষা প্রতিষ্ঠান ‘মারকাযুল ফিকহিল ইসলামী’তে ভর্তি চলছে। মাদরাসাটির ইবতেদায়ী থেকে তাখাসসুস পর্যন্ত সব বিভাগেই চলছে এ ভর্তি কার্যক্রম।

প্রতিষ্ঠানটির পরিচালক জানান, গত ০৭ শাওয়াল থেকে আমাদের সকল বিভাগের অনলাইন/ অফলাইন ভর্তি কার্যক্রম শুরু হয়েছে। তাই ভর্তি ইচ্ছুক সকল তালিবুল ইলমদেরকে অতিসত্ত্বর যোগাযোগ করার জন্য অনুরোধ করা হচ্ছে।

কোন বিভাগে ভর্তি হতে কেমন রেজাল্ট লাগবে সে সম্পর্কে জানতে চাইলে তিনি জানান, নিম্নে বর্ণিত বিভাগসমূহের নাম, ভর্তি পরীক্ষার কিতাব ও ভর্তিযোগ্য সর্বনিম্ন গড় নাম্বার হল-
১. উলূমুল হাদীস: ফতহুর বারী ১ম খন্ড, উমদাতুল ক্বারী ১ম খন্ড- ৮০%।
২. ইফতা: হেদায়া ৩য় , ফাতহুল কাদীর- ৮০%।
৩. তাকমীল: মিশকাত ১ম, বায়যাবী-৫৫%।
৪. ফযীলত: জালালাইন ১ম, হেদায়া ২য়- ৫৫%।
৪. জালালাইন: শরহে বেকায়া, নূরুল আনওয়ার - ৬০%।
৫. শরহে বেকায়া: কাফিয়া, মুখতাসরুল কুদূরী- ৬৫%।
৬. কাফিয়া: হেদায়াতুন্নাহু , ইলমুছ ছীগা- ৬৫%।
৭. হেদায়াতুন্নাহু: নাহবেমীর, শরহে মিয়াতে আ’মেল- ৭০%।
৮। নাহবেমীর : মিযান, এসো আরবী শিখি- ৭৫%।
৯। মিযান: তাইসীরুল মুবতাদী, তারিখুল ইসলাম- ৮৫%।
১০। তাইসীর: বিশুদ্ধ কুরআন তিলাওয়াত, বাংলা, ইংরেজী ৩য় শ্রেণী- ৮৫%।

প্রসঙ্গত, প্রতিষ্ঠানটি দেশ বরেণ্য মুহাক্কিক আলেমগণের তত্ত্ববধানে পরিচালিত। এর সার্বিক দিকনির্দেশনায় রয়েছেন শাইখুল হাদীস আল্লামা আব্দুল গফ্ফার সাহেব। তার দিকনির্দেশনায় প্রতিষ্ঠিনটি তা’লীম ও তরবীয়তের ক্ষেত্রে ধীরে ধীরে উন্নতি ও অগ্রগতির দিকে এগিয়ে যাচ্ছে। এরই ধারাবাহিকতায় বেফাকুল মাদারিসিল আরাবিয়ার গত ৪৩ তম কেন্দ্রীয় পরীক্ষায় কাঙ্খিত সফলতা অর্জন করতে সক্ষম হয়েছে। ৪০ জন পরীক্ষার্থীর মাঝে ০৬ জন মেধাস্থান অধিকার করেছে, ১৫ জন মুমতাজ
( স্টারমার্ক) পেয়ে উক্তীর্ণ হয়েছে।

মাদরাসার ঠিকানা- বাসা# ০২, রোড# ০১, সেক্টর # ১০, উত্তরা, ঢাকা-১২৩০।
যাতায়ত- আব্দুল্লাহ পুর থেকে সুইচ গেইট নেমে অথবা উত্তরা হাউস বিল্ডিং থেকে রিকশায় উপরেউল্লেখিত ঠিকানায়।
যোগাযাগ- ০১৬১৬-৭৭৬৬৫০ (মুফতি খাইরুল ইসলাম) , ০১৬৭০-৭৪৮০৪৬( মুফতি নযীর আহমদ)

-এটি


সম্পর্কিত খবর


সর্বশেষ সংবাদ