আওয়ার ইসলাম ডেস্ক: ফিলিস্তিনে ইসরায়েলি আগ্রাসনের প্রতিবাদ জানিয়ে আগামী ২৪ মে পূর্বঘোষিত গণমিছিল স্থগিত করেছে ইসলামী আন্দোলন। শুক্রবার (২১ মে) দলের এক সভায় এ সিদ্ধান্ত গৃহীত হয়।
দলের প্রচার ও দাওয়াহ বিষয়ক সম্পাদক আহমদ আবদুল কাইয়ূম জানান, ফিলিস্তিনে ইসরায়েলি বর্বরতা, চলতি হামলা এবং যুদ্ধবিরতি পরিস্থিতি পর্যালোচনায় নিয়ে শুক্রবার ইসলামী আন্দোলনের এক জরুরি বৈঠক অনুষ্ঠিত হয়। সংগঠনের মহাসচিব অধ্যক্ষ হাফেজ মাওলানা ইউনুছ আহমাদের সভাপতিত্বে বৈঠকে সার্বিক বিষয় নিয়ে বিশ্লেষণ করা হয়। বিশ্লেষণে ফিলিস্তিনিদের জরুরি মানবিক অবস্থা বিবেচনা করে যুদ্ধ বিরতিকে স্বাগত জানিয়ে পূর্বঘোষিত আগামী ২৪ মে ঢাকায় অনুষ্ঠিতব্য গণমিছিল স্থগিত করা হয়।
জরুরি বৈঠকে আরও উপস্থিত ছিলেন ইসলামী আন্দোলন বাংলাদেশের যুগ্ম মহাসচিব মাওলানা গাজী আতাউর রহমান, আমিনুল ইসলাম, ইঞ্জিনিয়ার আশরাফুল আলম, সহকারী মহাসচিব মাওলানা অধ্যক্ষ শেখ ফজলে বারী মাসউদ, মাওলানা ইমতিয়াজ আলম ও সাংগঠনিক সম্পাদক কে এম আতিকুর রহমান।
এনটি