এইচ এম জহিরুল ইসলাম মারুফ, দিলুরোড মাদরাসা প্রতিনিধি>
ঢাকার প্রাণকেন্দ্র রমনা থানার বৃহত্তম ঐতিহ্যবাহী ইসলামী বিদ্যাপীঠ জামিয়া ইসলামিয়া দারুল উলুম দিলুরোড মাদরাসার ২০২১/২২ ইংরেজি মোতাবেক ১৪৪২/৪৩ হিজরী শিক্ষাবর্ষের ভর্তি বিজ্ঞপ্তি অনুযায়ী ভর্তি কার্যক্রম প্রথম দিনেই কোটা পূরণ সম্পন্ন হয়েছে। এ জন্য মাদরাসার প্রতিষ্ঠাতা প্রিন্সিপাল মুফতি সালাহ উদ্দীন আল্লাহর নিকট শুকরিয়া আদায় পূর্বক ভর্তি হওয়া ছাত্রদের প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করেছেন। পাশাপাশি কোটা পূর্ণ হয়ে যাওয়ায় যারা এবছর ভর্তি হতে পারেনি তাদের প্রতি সমবেদনা প্রকাশ করেন।
এবছর প্রত্যেক জামাতে ছাত্র কোটা ছিলো ৪০ জনের। কিন্ত ভর্তিচ্ছু ছাত্রদের আধিক্যের কারনে প্রত্যেক জামাতে কিছু কোটা বৃদ্ধি করায় তা এখন ৫০ এর কোটায়।
তবে ইবতিদাইয়্যাহ (তাইসির) ও মুতাওয়াসসিতাহ (নাহবেমীর) জামাতে একাধিক শাখায় ভর্তি করার সিদ্ধান্ত গ্রহন করা হয়েছে। প্রথম শাখায় কোটা পূর্ণ হয়ে গিয়েছে। দ্বিতীয় শাখায় স্বল্পকিছু ছাত্র ভর্তি নেয়া হবে।
এমডব্লিউ/