আওয়ার ইসলাম ডেস্ক: বিশ্বখ্যাত ধর্মীয় বিদ্যাপীঠ দারুল উলুম দেওবন্দের কার্যনির্বাহী মুহতামিম ও জমিয়তে উলামায়ে হিন্দের নেতা সাইয়েদ মাওলানা কারী উসমান মানসুরপুরী ইন্তেকাল করছেন। ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। তাঁর মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছে জমিয়তে উলাময়ে ইসলাম বাংলাদেশ।
শুক্রবার (২১মে) গণমাধ্যম পাঠানো এক যৌথ শোক বার্তায় দলটির শীর্ষ নেতৃবৃন্দ এই শোক প্রকাশ করেন।
আজ শুক্রবার (২১ মে) জুমার নামাজের পর (দুপুর দেড়টায়) মাওলানা কারী উসমান মানসুরপুরী ইন্তেকাল করেন। বিষয়টি তার ছেলে মুফতি সালমান মানসুরপুরী গণমাধ্যমকে নিশ্চিত করেছেন।
শোক বার্তায় জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশের নেতৃবৃন্দ বলেন, কারী সাইয়েদ উসমান মানসুরপুরী বৃটিশ খেদাও আন্দোলনের অন্যতম পুরোধা শাইখুল ইসলাম হজরত মাওলানা সাইয়েদ হুসাইন আহমাদ মাদানী রহ. এর সুযোগ্য জামাতা ছিলেন। তিনি জমিয়তে উলামায়ে হিন্দের বিভিন্ন পর্যায়ে নেতৃত্বদানের পাশাপাশি অল ইন্ডিয়া মজলিসে তাহাফফুজে খতমে নবুওয়াতের সদর হিসেবেও দায়িত্ব পালন করেছেন। বিভিন্ন ধর্মীয় ও সামাজিক আন্দোলনের সাথে সম্পৃক্ততার পাশাপাশি দীনি অধ্যয়ন ও অধ্যাপনার জগতে এক অনবদ্য অবদান রেখে গেছেন মাওলানা উসমান মানসুরপুরী।
নেতৃবৃন্দ বলেন, মাওলানা উসমান মানসুরপুরীর ইন্তেকালে মুসলিম উম্মাহ বিশেষত ভারতবর্ষে মুসলমানগন একজন বিচক্ষণ দূরদৃষ্টি সম্পন্ন রাহবার হারালো। আমরা তার মাগফেরাত কামনা করছি। তার রেখে যাওয়া অসংখ্য শিষ্য, ভক্ত, গুণগ্রাহী এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানাচ্ছি।
শোকবার্তায় স্বাক্ষর করেন জমিয়তে উলাময়ে ইসলাম বাংলাদেশের ভারপ্রাপ্ত সভাপতি আল্লামা শায়েখ জিয়া উদ্দিন, সহসভাপতি মাওলানা আব্দুর রব ইউসুফী, মাওলানা ওবায়দুল্লাহ ফারুক এবং ভারপ্রাপ্ত মহাসচিব মাওলানা বাহাউদ্দীন যাকারিয়া।
এমডব্লিউ/