সোমবার, ২৫ নভেম্বর ২০২৪ ।। ১০ অগ্রহায়ণ ১৪৩১ ।। ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

শিরোনাম :
চিকিৎসকরা বছরে দুইবারের বেশি বিদেশ যেতে পারবেন না ঢাকা থেকে ভাঙ্গা হয়ে খুলনায় গেলো পরীক্ষামূলক ট্রেন নির্বাচনের তারিখ ঘোষণা করবেন প্রধান উপদেষ্টা: প্রেস উইং ধর্মীয় মূল্যবোধ ও সাম্যের ভিত্তিতে সংবিধান রচনার আহ্বান নেপালে ফের কুরআন প্রতিযোগিতার আয়োজন করছে সৌদি আগামীকাল সংবিধান সংস্কার কমিশনে প্রস্তাবনা পেশ করবে ইসলামী আন্দোলন ‘আল্লামা আতহার আলী রহ. জীবন, কর্ম, অবদান’ বইয়ের মোড়ক উন্মোচন আগামীকাল হাজী ইমদাদুল্লাহ মুহাজিরে মক্কী রহ. : কে এই মহান ব্যক্তি হাজিদের স্বার্থ রক্ষায় সরকার প্রতিশ্রুতিবদ্ধ : ধর্ম উপদেষ্টা মহানবীকে সা. নিয়ে কটূক্তি করলে সংবিধানে শাস্তির বিধান রাখার প্রস্তাব পার্থের

আজ থেকে লকডাউনে যাচ্ছে কক্সবাজারের ৩৪ রোহিঙ্গা শিবির

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: রোহিঙ্গাদের মধ্যে করোনাভাইরাসের সংক্রমণ বাড়তে থাকায় কক্সবাজারের উখিয়া ও টেকনাফের ৩৪টি রোহিঙ্গা শিবিরে ১১ দিনের লকডাউন ঘোষণা করা হয়েছে।

আজ শুক্রবার দুপুরে শরণার্থী ত্রাণ ও প্রত্যাবাসন কমিশনার (আরআরআরসি) শাহ রেজওয়ান হায়াত গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি বলেন, ‘আজ সকাল থেকে আগামী ৩১ মে পর্যন্ত লকডাউন চলবে। ৩৪টির মধ্যে পাঁচটি রোহিঙ্গা শিবিরকে কঠোর লকডাউনের আওতায় আনা হয়েছে।’

আরআরআরসি কার্যালয়ের স্বাস্থ্য সমন্বয়কারী আবু তোহা এম আর ভূঁইয়া ডেইলি স্টারকে জানান, সম্প্রতি রোহিঙ্গা শিবিরগুলোতে করোনা সংক্রমণ বেড়ে যাওয়ায় এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

টেকনাফ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ হাফিজুর রহমান বলেন, ‘স্থানীয় প্রশাসন ঘোষিত লকডাউন সফল করতে আজ সকাল থেকেই পুলিশের কয়েকটি টিম মাঠে তৎপর রয়েছে। স্থানীয় বাসিন্দারাও ইতিবাচক সাড়া দিচ্ছেন। হাট-বাজার ছাড়া প্রায় সব দোকান-পাট বন্ধ রয়েছে।’

টেকনাফ পৌর শহরের কুলালপাড়ার বাসিন্দা জাবেদ ইকবাল চৌধুরী বলেন, ‘লকডাউন ঘোষণা করার পর থেকে সবাই ইতিবাচক সাড়া দিচ্ছেন। চলাচল সীমিত হয়েছে, দোকান-পাট বন্ধ। উপজেলা প্রশাসন এবং পুলিশকে সকাল থেকে তৎপর থাকতে দেখা গেছে।’

টেকনাফ উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মোহাম্মদ পারভেজ চৌধুরী বলেন, ‘টেকনাফ থেকে কক্সবাজার বা উখিয়ায় কোনো যানবাহন চলাচল করতে দেওয়া হচ্ছে না। একইভাবে অন্য এলাকা থেকে আসাও নিয়ন্ত্রণ করা হচ্ছে। উপজেলা প্রশাসন, পুলিশ ও আনসার সদস্যরা বিভিন্ন গুরুত্বপূর্ণ পয়েন্টগুলোতে অবস্থান নিয়েছেন। পণ্যবাহী ও জরুরি সেবায় নিয়োজিত যানবাহন চলছে। সচেতনতা সৃষ্টিতে পুরো উপজেলায় ব্যাপকভাবে মাইকিং করা হয়েছে। দুঃখজনক বিষয় হলো— এখানকার মানুষ করোনা সম্পর্কে উদাসীন।’

-এটি


সম্পর্কিত খবর


সর্বশেষ সংবাদ