সোমবার, ২৫ নভেম্বর ২০২৪ ।। ১০ অগ্রহায়ণ ১৪৩১ ।। ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

শিরোনাম :
চিকিৎসকরা বছরে দুইবারের বেশি বিদেশ যেতে পারবেন না ঢাকা থেকে ভাঙ্গা হয়ে খুলনায় গেলো পরীক্ষামূলক ট্রেন নির্বাচনের তারিখ ঘোষণা করবেন প্রধান উপদেষ্টা: প্রেস উইং ধর্মীয় মূল্যবোধ ও সাম্যের ভিত্তিতে সংবিধান রচনার আহ্বান নেপালে ফের কুরআন প্রতিযোগিতার আয়োজন করছে সৌদি আগামীকাল সংবিধান সংস্কার কমিশনে প্রস্তাবনা পেশ করবে ইসলামী আন্দোলন ‘আল্লামা আতহার আলী রহ. জীবন, কর্ম, অবদান’ বইয়ের মোড়ক উন্মোচন আগামীকাল হাজী ইমদাদুল্লাহ মুহাজিরে মক্কী রহ. : কে এই মহান ব্যক্তি হাজিদের স্বার্থ রক্ষায় সরকার প্রতিশ্রুতিবদ্ধ : ধর্ম উপদেষ্টা মহানবীকে সা. নিয়ে কটূক্তি করলে সংবিধানে শাস্তির বিধান রাখার প্রস্তাব পার্থের

শিশু ওমরকে ঘিরেই নতুন করে স্বপ্ন দেখছেন বাবা হামিদি

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আন্তর্জাতিক ডেস্ক: হানাদার  ইসরায়েলি বাহিনীর বর্বরতায় স্ত্রী, চার সন্তানকে হারিয়ে এখন শিশু ওমরকে ঘিরেই যেন নতুন করে স্বপ্ন দেখছেন তার বাবা আল হামিদি। গাজার একটি হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে ওমর। দখলদার ইসরায়েলের বিমান হামলায় ওমরের মাসহ-অন্যান্য ভাইদের মৃত্যু হয়েছে।

রাতভর বিমান হামলায় আল হাদিদির স্ত্রী এবং তাদের আরও চার ছেলে নিহত হয়। কিন্তু সৌভাগ্যক্রমে বেঁচে যায় ওমর। ৩৭ বছর বয়সী হাদিদি তার বেঁচে থাকার শেষ অবলম্বণকে পেয়ে অনেকটা উচ্ছ্বাস প্রকাশ করে বলেন, পৃথিবীতে আমার এই শিশু সন্তানটি ছাড়া আর কেউ বেঁচে নেই।

টানা ১০ দিন ধরে ফিলিস্তিনিদের ওপর ক্রমাগত হামলা চালিয়ে আসছে ইসরায়েল। গত শনিবার সকালে ধ্বংসস্তূপের নিচ থেকে মৃত মায়ের কোল থেকে ওমরকে উদ্ধার করেন উদ্ধারকর্মীরা। তার ছোট্ট পায়ের তিন জায়গায় জখম হয়েছে। তাকে চিকিৎসা দেয়া হচ্ছে।

হাদিদি জানিয়েছেন, ইসরায়েলি বোমা হামলায় তার আরও চার ছেলে সুহাইব (১৩), ইয়াহইয়া (১১), আবদে রাহমান (৮) এবং ওসমান (৬) নিহত হয়েছে। একই সঙ্গে এই হামলায় তিনি তার স্ত্রী মাহা আবু হাত্তাবকেও (৩৬) হারিয়েছেন।

মৃত মায়ের কোল থেকে ৫ মাসের শিশু উদ্ধার

ছোট শিশু সন্তানকে চুমু খেয়ে তিনি বলেন, তারা আল্লাহর কাছে গেছেন। আমরাও এখানে আর বেশিদিন থাকতে চাই না। আমরা খুব শিগগিরই তাদের সঙ্গে মিলিত হবো। ইয়া আল্লাহ, এটা খুব দীর্ঘ করবেন না।

বাবার কোলে শান্তিতে ঘুমাচ্ছে ওমর। এই বয়সে যুদ্ধ-সংঘাত কিছুই বোঝার কথা নয় তার। কিন্তু কি দুর্ভাগ্য এই অল্প বয়সেই তাকে শত্রুদের হামলার শিকার হতে হলো। যে বয়সে বাবা-মায়ের কোলে শান্তিতে থাকার কথা সেই বয়সে সে শুধু চারদিকে বোমা-রকেট ছোড়ার শব্দ শুনতে পাচ্ছে। হাসি-আনন্দের বদলে স্বজন হারানো মানুষের কান্নায় ভারী হয়ে উঠছে তার চারপাশ।

মঙ্গলবার (১৮ মে) রাত ১০টা থেকে সাড়ে ১০টার মধ্যে মাত্র ২৫ মিনিটে উপত্যকার বিভিন্ন এলাকায় ১২২টি শক্তিশালী বোমা নিক্ষেপ করা হয়। এ হামলায় অন্তত ৬০টি যুদ্ধ বিমান ব্যবহার করেছে ইসরায়েলি বাহিনী। তারা গাজায় হামাসের সুড়ঙ্গ ও ঘাঁটি হিসেবে পরিচিত অন্তত ৬৫টি স্থানে হামলার দাবি করেছে।

অপরদিকে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের ‘যুদ্ধবিরতির’ আহ্বানের পরও গাজা উপত্যকায় বিমান হামলা অব্যাহত রেখেছে ইসরায়েল। হামলায় নিহত ফিলিস্তিনিদের সংখ্যা বেড়ে ২২০ জনে দাঁড়িয়েছে।

baby2

অবরুদ্ধ গাজা উপত্যকায় ইসরায়েলের অব্যাহত বিমান হামলা দ্বিতীয় সপ্তাহে গড়িয়েছে। গাজায় ইসরায়েলি হামলায় এখন পর্যন্ত অন্তত ২২০ ফিলিস্তিনি নাগরিক নিহত হয়েছেন, যাদের মধ্যে ৬৩ জন শিশু। এছাড়া আহত হয়েছেন অন্তত দেড় হাজার ফিলিস্তিনি।

এছাড়া ফিলিস্তিনের ইসলামী প্রতিরোধ আন্দোলন হামাসের পাল্টা হামলায় ইসরায়েলের তিন সেনাসহ ১২ জন নিহত হয়েছেন। এছাড়া ইসরায়েলের অন্তত ৩শ জন আহত হয়েছেন।

এনটি


সম্পর্কিত খবর


সর্বশেষ সংবাদ