সোমবার, ২৫ নভেম্বর ২০২৪ ।। ১০ অগ্রহায়ণ ১৪৩১ ।। ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

শিরোনাম :
চিকিৎসকরা বছরে দুইবারের বেশি বিদেশ যেতে পারবেন না ঢাকা থেকে ভাঙ্গা হয়ে খুলনায় গেলো পরীক্ষামূলক ট্রেন নির্বাচনের তারিখ ঘোষণা করবেন প্রধান উপদেষ্টা: প্রেস উইং ধর্মীয় মূল্যবোধ ও সাম্যের ভিত্তিতে সংবিধান রচনার আহ্বান নেপালে ফের কুরআন প্রতিযোগিতার আয়োজন করছে সৌদি আগামীকাল সংবিধান সংস্কার কমিশনে প্রস্তাবনা পেশ করবে ইসলামী আন্দোলন ‘আল্লামা আতহার আলী রহ. জীবন, কর্ম, অবদান’ বইয়ের মোড়ক উন্মোচন আগামীকাল হাজী ইমদাদুল্লাহ মুহাজিরে মক্কী রহ. : কে এই মহান ব্যক্তি হাজিদের স্বার্থ রক্ষায় সরকার প্রতিশ্রুতিবদ্ধ : ধর্ম উপদেষ্টা মহানবীকে সা. নিয়ে কটূক্তি করলে সংবিধানে শাস্তির বিধান রাখার প্রস্তাব পার্থের

রোজিনা ইসলামের নিঃশর্ত মুক্তির দাবিতে মানববন্ধন করেছে সতিকসাস

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

।।খাদিজা ইসলাম।।

সাংবাদিক রোজিনা ইসলামের নিঃশর্ত মুক্তির দাবিতে মানববন্ধন করেছে সরকারি তিতুমীর কলেজ সাংবাদিক সমিতি (সতিকসাস)। পাশাপাশি সাংবাদিকতার স্বাধীনতা নিশ্চিতের দাবি করা হয় মানববন্ধন থেকে।

বৃহস্পতিবার (২০ মে) দুপুরে সরকারি তিতুমীর কলেজের সামনে সাংবাদিক সমিতি এ মানববন্ধন করে। স্বাস্থ্যবিধি মেনে মানববন্ধনে অংশ নেন সংগঠনটির সদস্যরা।

মানববন্ধনে সতিকসাস সভাপতি শামিম হোসেন শিশির বলেন, আমরা দেখেছি সরকারী এক কর্মকর্তা সাংবাদিক রোজিনা ইসলামের গলা টিপে ধরেছেন। ওই কর্মকর্তা শুধু রোজিনা ইসলামের নয়, পুরো সাংবাদিক সমাজের গলা টিপে ধরেছেন। এই অন্যায়ের উপযুক্ত শাস্তি নিশ্চিত করতে হবে। অনুসন্ধানী সাংবাদিক রোজিনা ইসলামকে নিঃর্শত মুক্তি দিতে হবে, মামলা প্রত্যাহার করতে হবে। সকল জনগণের তথ্য জানার অধিকার আছে। সাংবাদিকরা সে বিষয়টি নিয়ে কাজ করেন। সাংবাদিকদের সংবাদ প্রকাশের স্বাধীনতা নিশ্চিত করতে হবে।

সতিকসাসের সাধারণ সম্পাদক সাব্বির আহমেদ বলেন, সাংবাদিকদের কাজ তথ্য প্রকাশ করা। কিন্তু তারা আজ রাস্তায় প্রতিবাদ করতে হচ্ছে। দ্রুত রোজিনা ইসলামকে মুক্তি দিন, যাতে সাংবাদিকরা কাজে ফিরে যেতে পারে। অন্যথায় আন্দোলন চলতে থাকবে। ভবিষ্যতে যদি এভাবে কোন সাংবাদিককে হেনস্তা করা হয় তাহলে আমরা বসে থাকবো না।

এ সময় উপস্থিত ছিলেন সরকারি তিতুমীর কলেজ সাংবাদিক সমিতির দপ্তর সম্পাদক আহমেদ ফেরদাউস খান, সদস্য মামুন সোহাগ, মামুনুর রশিদ, মাইদুল ইসলাম, মামুনুর রহমান হৃদয়, আসিফ ইসলাম ও সাইদুল ইসলাম প্রমুখ।

-কেএল


সম্পর্কিত খবর


সর্বশেষ সংবাদ