আওয়ার ইসলাম ডেস্ক: পাবনার সুজানগর উপজেলায় মাদক বিক্রিতে বাধা দেওয়ায় অবসরপ্রাপ্ত এক পুলিশ সদস্যকে কুপিয়ে জখম করার অভিযোগ পাওয়া গেছে।
বুধবার রাত ৯টার দিকে উপজেলার উলাট গ্রামে এ ঘটনা ঘটে। আহত পুলিশ সদস্য আমিরুল হক রেন্টু উলাট দক্ষিণ পাড়ার আব্দুস শুকুরের ছেলে।
রেন্টুর ছেলে সজল মোল্লা ও স্বজনরা জানান, দীর্ঘদিন ধরে উপজেলার উলাট গ্রামের বিভিন্ন স্থানে ইয়াবাসহ বিভিন্ন মাদক দ্রব্য বিক্রি করে আসছেন কতিপয় যুবক। তাদের এই অপকর্মে বাধা দেওয়া এবং এলাকায় ইয়াবা বিক্রি করতে নিষেধ করায় ক্ষুব্ধ হন মাদক বিক্রেতারা।
বুধবার রাতে মাদক বিক্রেতারা ইয়াবা বিক্রির সময় তাদের নিষেধ করলে রেন্টুর ওপর তারা ক্ষিপ্ত হন। এসময় কথা কাটাকাটির একপর্যায়ে স্কুল ঘরের পাশ থেকে দৌঁড়ে কয়েকজন আমিরুল হক রেন্টুকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে মারাত্মক জখম করে।
এসময় রেন্টুর চিৎকারে লোকজন ছুটে এলে মাদক বিক্রেতারা দ্রুত ঘটনাস্থল ত্যাগ করেন। পরে স্থানীয়রা রেন্টুকে মুমূর্ষু অবস্থায় উদ্ধার করে পাবনা জেনারেল হাসপাতালে ভর্তি করেন। তার অবস্থা আশঙ্কাজনক বলেও জানিয়েছেন তার স্বজনরা।
সুজানগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমান বলেন, ঘটনাটি আমি শুনেছি। আমাদের পুলিশ সদস্যরা সেখেনে যাচ্ছেন। সেখানে গেলে ঘটনার আসল কারণ নিশ্চিত হওয়া যাবে। তবে সন্ত্রাসী ও মাদক বিক্রেতাদের বিরুদ্ধে আমাদের অভিযান চলবে।
এনটি