রবিবার, ২৪ নভেম্বর ২০২৪ ।। ৯ অগ্রহায়ণ ১৪৩১ ।। ২২ জমাদিউল আউয়াল ১৪৪৬

শিরোনাম :
মানুষের অধিকার প্রতিষ্ঠায় দ্রুত নির্বাচনের বিকল্প নেই: তারেক রহমান জমিয়তের ভারপ্রাপ্ত সভাপতি হলেন শায়খ মাওলানা আবদুর রহীম ইসলামাবাদী কুমিল্লায় আন্তর্জাতিক ইসলামী মহাসম্মেলন আগামীকাল মাওলানা মনসুরুল হাসান রায়পুরীর ইন্তেকালে চরমোনাই পীরের শোক প্রকাশ জমিয়ত সভাপতি মাওলানা মনসুরুল হাসান রায়পুরী রহ.-এর বর্ণাঢ্য জীবন কওমি সনদকে কার্যকরী করতে ছাত্রদল ভূমিকা রাখবে: নাছির বড় ব্যবধানে জিতে প্রথমবারের মতো পার্লামেন্টে যাচ্ছেন প্রিয়াঙ্কা আইফোনে ‘টাইপ টু সিরি’ ফিচার যেভাবে ব্যবহার করবেন  স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসা জাতীয়করণের দাবি অত্যন্ত যৌক্তিক: ধর্ম উপদেষ্টা আল্লাহকে পেতে হলে রাসূলের অনুসরণ অপরিহার্য: কবি রুহুল আমিন খান

ভর্তি শুরু করেছে ফরিদপুরের খাদেমুল ইসলাম গওহরডাঙ্গা মাদরাসা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: জামেআ ইসলামিয়া দারুল উলূম খাদেমুল ইসলাম গওহরডাঙ্গা মাদরাসার ভর্তি ইচ্ছুক শিক্ষার্থীদের অবগতির জন্য জানানো যাচ্ছে যে, আগামী ৮, ৯ ও ১০ শাওয়াল ১৪৪২ হি. ২১, ২২ ও ২৩ মে ২০২১ রোজ- শুক্র, শনি ও রবিবার মাদরাসায় ভর্তি কার্যক্রম চলবে ইনশাআল্লাহ।

সময়: সকাল ৯.০০ টা থেকে রাত ৮.০০ টা পর্যন্ত।

ইফতা বিভাগ: ইফতা বিভাগের পরীক্ষা ১১ শাওয়াল ২৪ মে সোমবার সকাল ৯ টায় হবে।

আদব বিভাগ: সম্পূর্ণ নতুন আঙ্গিকে যুগোপযোগী সিলেবাস আরবি ভাষা সাহিত্যে অন্যতম পারদর্শী আদীবের তত্ত্বাবধানে আদব বিভাগ। ভর্তি পরীক্ষা ১১ শাওয়াল ২৪ মে সোমবার বেলা ১১ টায়

উল্লেখিত সময়ে ভর্তি ইচ্ছুক শিক্ষার্থীরা পরিপূর্ণ স্বাস্থ্যবিধি মেনে সতর্কতার সাথে মাদরাসায় উপস্থিত হয়ে ভর্তি কার্যক্রমে আংশ গ্রহণ করতে পারবে।

ভর্তি হওয়ার জন্য জাতীয় পরিচয় পত্র /জন্ম নিবন্ধন ফটোকপি এবং দুই কপি পাসপোর্ট সাইজের ছবি আনতে হবে।

সকল বিভাগের ছাত্রদের অনলাইনে ভর্তির জন্য আবেদন করতে হবে। অনলাইনে আবেদন করতে অপারগ হলে আপনাকে সহযোগিতা করার জন্য মাদরাসায় ব্যবস্থা রয়েছে।

আনলাইনে ভর্তির আবেদন কি ভাবে করবেন: এই লিংকে প্রবেশ করে অনলাইন ভর্তি ফরমটি পূরণ করুন। https://gawhardangama.com/?p=admission_form সকল (TNIX ID) এর জায়গায় আপনার জন্ম তারিখ দিয়ে submit করলে আবেদনটি জমা হয়ে যাবে।

মাদরাসায় এসে আপনার জন্ম তারিখ এবং অভিভাবকের মোবাইল নাম্বার বলে ফরম বুঝে নিন।

ভর্তি ফি : ১-ইফতা, আদব, তাকমিল, ফযিলত ১ম ও ২য় বর্ষ ২৫০০/= টাকা
২- সানুবিয়্যাহ উলয়্যাহ, সানুবিয়্যাহ ২য়, সানুবিয়্যাহ ১ম, মুতাওয়াসসিতাহ ২য়, মুতাওয়াসসিতাহ ১ম, ইবতিদায়্যিহ ২য় খুসূসী এবং ইতিদায়্যিহ ১ম বর্ষ ১৫০০/= টাকা
৩- হিফয ও নূরাণী ক্বিরাত বিভাগের জন্য ১৫০০/= টাকা
৪- যে কোন কওমি মাদরাসা শিক্ষা বোর্ডের ইনআমী ছাত্রদের জন্য ভর্তি ফি ৫০০/= টাকা

বি: দ্র: ভর্তির পর অনুমতি ছাড়া মাদরাসায় থাকা যাবে না, বাড়িতে ফিরে যেতে হবে।

মহিলা শাখার ভর্তি:
মহিলা শাখায় ভর্তি হতে ইচ্ছুক ছাত্রীরা নিম্নক্ত নাম্বারে ৫০০/= টাকা বিকাশ করে।
নাম:
পিতার নাম:
ঠিকানা:
জামাআত:
তথ্য দিয়ে একটি কোর্ড নাম্বার সংগ্রহ করবে পরবর্তীতে মাদরাসা খুললে ঐ কোর্ড নাম্বার দেখিয়ে পুরাতন ছাত্রীরা ভর্তি হবে এবং নতুন ছাত্রীরা দাখেলা পরীক্ষায় অংশগ্রহণ করবে।
মাওলানা যোবায়ের হুসাইন ০১৯১৬ ০৫৪৭৪২ বিকাশ পারসোনাল
মাওলানা তাওহিদুল ইসলাম ০১৭১২ ৩৩৫৮৬৪ বিকাশ পারসোনাল

সার্বিক যোগাযোগ: ০১৭১৫ ০৯১৫১৯

এমডব্লিউ/


সম্পর্কিত খবর


সর্বশেষ সংবাদ