আন্তর্জাতিক ডেস্ক: মহামারি করোনাভাইরাসের ধাক্কায় গত ২৪ ঘণ্টায় সারাবিশ্বে প্রাণ গেছে প্রায় ১৩ হাজার মানুষের। এ নিয়ে করোনা সংক্রমণে মৃতের সংখ্যা ছাড়িয়েছে ৩৪ লাখ ৩১ হাজার। আর নতুন করে আক্রান্ত হয়েছে প্রায় ৬ লাখ ৫০ হাজার ৫৮১ জন।
এদিকে, এখন পর্যন্ত সারা বিশ্বে করোনায় আক্রান্তের সংখ্যা ১৬ কোটি ৫৫ লাখ ছাড়িয়েছে। আন্তর্জাতিক পরিসংখ্যানভিত্তিক ওয়েবসাইট ওয়ার্ল্ডোমিটারের তথ্য অনুযায়ী, বৃহস্পতিবার (২০ মে) সকাল ৭টা পর্যন্ত সারাবিশ্বে করোনায় আক্রান্ত হয়েছেন ১৬ কোটি ৫৫ লাখ ৩৬ হাজার ৬৫ জন। আর সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ১৪ কোটি ৪৫ লাখ ৬২ হাজার ৬২৪ জন।
ওয়ার্ল্ডোমিটারের ওয়েবসাইটে বলা হয়েছে, এখন পর্যন্ত সবচেয়ে বেশি আক্রান্ত ও মৃতের সংখ্যা যুক্তরাষ্ট্রে। সেখানে মোট আক্রান্তের সংখ্যা ৩ কোটি ৩৮ লাখ ৫৯৫ জন। আর মৃত্যু হয়েছে ৬ লাখ ১ হাজার ৯৪৩ জন। আক্রান্তের হিসাবে দ্বিতীয় স্থানে রয়েছে ভারত। দেশটিতে মোট আক্রান্তের সংখ্যা ২ কোটি ৫৭ লাখ ৭১ হাজার ৪০৫ জন। এর মধ্যে ২ লাখ ৮৭ হাজার ১৫৬ জনের মৃত্যু হয়েছে।
এনটি