রবিবার, ২৪ নভেম্বর ২০২৪ ।। ৯ অগ্রহায়ণ ১৪৩১ ।। ২২ জমাদিউল আউয়াল ১৪৪৬

শিরোনাম :
মানুষের অধিকার প্রতিষ্ঠায় দ্রুত নির্বাচনের বিকল্প নেই: তারেক রহমান জমিয়তের ভারপ্রাপ্ত সভাপতি হলেন শায়খ মাওলানা আবদুর রহীম ইসলামাবাদী কুমিল্লায় আন্তর্জাতিক ইসলামী মহাসম্মেলন আগামীকাল মাওলানা মনসুরুল হাসান রায়পুরীর ইন্তেকালে চরমোনাই পীরের শোক প্রকাশ জমিয়ত সভাপতি মাওলানা মনসুরুল হাসান রায়পুরী রহ.-এর বর্ণাঢ্য জীবন কওমি সনদকে কার্যকরী করতে ছাত্রদল ভূমিকা রাখবে: নাছির বড় ব্যবধানে জিতে প্রথমবারের মতো পার্লামেন্টে যাচ্ছেন প্রিয়াঙ্কা আইফোনে ‘টাইপ টু সিরি’ ফিচার যেভাবে ব্যবহার করবেন  স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসা জাতীয়করণের দাবি অত্যন্ত যৌক্তিক: ধর্ম উপদেষ্টা আল্লাহকে পেতে হলে রাসূলের অনুসরণ অপরিহার্য: কবি রুহুল আমিন খান

জামি‘আ মুহাম্মাদিয়া ইসলামিয়া বনানীতে অনলাইন, অফলাইন ভর্তি শুরু

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: রাজধানীর বনানীর কড়াইল বিটিসিএল এলাকার একমাত্র উচ্চতর দীনি শিক্ষা প্রতিষ্ঠান ‘জামি‘আ মুহাম্মাদিয়া ইসলামিয়া’। এ প্রতিষ্ঠানে এ বছর অনলাইন অফলাইন উভয়ভাবে ভর্তি প্রক্রিয়া সম্পন্ন করা যাবে বলে জানিয়েছেন মাদরাসার কর্তৃপক্ষ।

এক বিজ্ঞপ্তিতে ভর্তিচ্ছু সকল পুরাতন ও নূতন ছাত্রদের অবগতির জন্য জানানো হয়েছে, যে, চলতি শিক্ষাবর্ষ ১৪৪২-৪৩ হিজরী মোতাবেক ২০২১-২২ ইং সনে জামিআর ভর্তি কার্যক্রম সরাসরি ও অনলাইনে অনুষ্ঠিত হবে ইনশাআল্লাহ।

ভর্তি বিজ্ঞপ্তিতে আরও বলা হয়েছে,
🖍️ কিতাব বিভাগের ভর্তি ৬ শাওয়াল/ ১৯ মে রোজ বুধবার হতে।
🖍️ হিফজ, নাজেরা ও মক্তব বিভাগে ভর্তি ৯ শাওয়াল/২২ মে রোজ শনিবার হতে আরম্ভ হবে।
🖍️ ইফতা ও আদব বিভাগে ভর্তির জন্য ৭ই শাওয়াল/ইফতা ও আদব বিভাগে ভর্তির জন্য ফোন করে নাম নিবন্ধন করাতে হবে। পরে বিস্তারিত জানিয়ে দেয়া হবে। ভর্তিচ্ছু সকল ছাত্রকে নিন্মলিখিত নাম্বারে যোগাযোগ করতে বলা হয়েছে।

এবার বেফাকুল মাদারিসিল আরাবিয়া বাংলাদেশের কেন্দ্রীয় পরীক্ষায় জামি‘আ মুহাম্মাদিয়া ইসলামিয়া ঈর্ষণীয় ফলাফল করেছে। মাদরাসায় মোট পরীক্ষার্থীর সংখ্যা ছিলো ৯৪ জন। ফযীলত মারহালায় ১৫ ও ২৩ তম স্হানসহ সর্বমোট মেধাতালিকায় ৮ জন। মুমতাজ ৫০ জন। তৃতীয় বিভাগ বা অকৃতকার্য কেউ নেই।

কিতাব বিভাগে ভর্তি সংক্রান্ত ক্লাস ভিত্তিক জিম্মাদার উস্তাদগণ-

১. ইফতা বিভাগ
মুফতী আব্দুল হালিম
মুফতী আব্দুল মালেক
📞 ০১৯১৪-৮৮৬৩৯৪
📞 ০১৯৩৫-৪৭৭০৮০

বনানী বিটিসিএল জামি‘আ মুহাম্মাদিয়া ইসলামিয়া মাদরাসায় এ বছর ১ বছর মেয়াদি উচ্চতর আদব বিভাগ খোলা হয়েছে। আদব বিভাগের বিভাগীয় প্রধান ও নিয়মিত দরস প্রদান করবেন বিশিষ্ট আদীব মাওলানা আব্দুর রব কাসেমী নদভী। সম্পাদক, আল মাফায।

বনানীর এ মাদরাসার আদব বিভাগের বিশেষ বৈশিষ্ট্যসমূহ:

• আরবি ভাষা চর্চা, লেখালেখি ও কথোপকথন।
• আরবি আধুনিক গদ্যরীতি।
• আরবি ভাষার উচ্চতর পাঠ।
• মিডিয়া ও গণমাধ্যমের ভাষা।
• রচনা, চিঠিপত্র, দরখাস্ত, মানপত্র, শোকবার্তা, শুভেচ্ছাবার্তা, ইত্যাদি অনুশীলন।
• সার্বক্ষণিক নেগরানির ব্যবস্থা।
• স্বাস্থ্যকর থাকা-খাওয়া, কোলাহলমুক্ত নিরেবিলি পরিবেশে পড়াশোনার অপূর্ব সুযোগ।

আদব বিভাগের জন্য ভর্তি পরীক্ষা বিষয়:
লিখিত: বুখরী-১ ও আলকিরাআতুর রাশেদা-১।
মৌখিক: যে কোন বিষয়

২. আরবী আদব বিভাগ
মাও. আব্দুর রব কাসেমী নদভী
মুফতী ইলিয়াস আশরাফ
📞 ০১৭৩২-৪৬৩৩৪৫
📞 ০১৮৮৯-৯৫৬৩৭৩

৩.তাকমীল
মুফতী আব্দুল মুমিন
📞 ০১৯২০-৩৪২১১৩

৪. মিশকাত
মুফতী হিদায়াতুল্লাহ
📞 ০১৯১৮-১৬০৯৪৩

৫. জালালাইন
মুফতী এমদাদুল্লাহ
📞 ০১৮৮২-৫৭৮৯৪৪

৬. শরহে বেকায়া
মুফতী আব্দুল বাতেন
📞 ০১৭১২-৯১৯৬৭৮

৭. কাফিয়া
মুফতী আবুল হুসাইন
📞 ০১৭১৯-০৬১২৮৫

৮. হেদায়াতুন্নাহু
মুফতী সাইফুল্লাহ
📞 ০১৯৮০-৯১৩৫১৯

৯. নাহবেমীর
মুফতী আব্দুল কারীম
📞 ০১৮১৮-২৬৯৩১৭

১০. মিযান
হাফেজ মাও. ওবায়দুর রহমান
📞০১৮১৫-৫৫৭৯৩৬

১১. ইবতেদায়ী-২
মুফতী ইলিয়াস আশরাফ
📞 ০১৮৮৯-৯৫৬৩৭৩

১২.ইবতদায়ী-১
মাও. আকরাম হুসাইন
📞 ০১৭২৫-৫২৩১৮২

👉হিফজ শাখার জন্য যোগাযোগ:
হাফেজ হাসিবুর রহমান সাহেব
📞 ০১৭২৫-০৭২০৯৩
হাফেজ মাহবুবুর রহমান সাহেব
📞 ০১৭৩৯-৪৯৮১৭৬
হাফেজ আমিমুল ইহসান সাহেব
📞 ০১৬১৩-৫৬১০০৯

👉নাজেরা শাখার জন্য যোগাযোগ:
হাফেজ ক্বারী আবুল বাশার সাহেব
📞 ০১৭১৮-৩১৩১৩৭
হাফেজ ক্বারী আব্দুর রহীম সাহেব
📞 ০১৯৩১-০৪১৬৬৬

👉মক্তব শাখার জন্য যোগাযোগ:
মাও. ক্বারী আতাউল্লাহ সাহেব
📞 ০১৭২২-৪০০০৫০
মাও: ক্বারী শামসুল ইসলাম সাহেব
📞 ০১৭৪৬-৮৮৫০৭০

এ বছর মাদরাসায় নিয়োগ দেওয়া হবে নতুন ৭ জন শিক্ষক।

বিজ্ঞপ্তিতে বলা হয়, কড়াইল বিটিসিএল কলোনি বনানী মাদরাসার আন্তর্জাতিকমানের হিফজ বিভাগ আরো সম্প্রসারিত করা হয়েছে। তাই হিফজ বিভাগের জন্য ৩জন শিক্ষক নিয়োগ দেয়া হবে। যোগাযোগ: ০১৫৫২৩৮০০৫৯, ০১৮১৮২৯১১২৮ ০১৭২৫০৭২০৯৩

* নাজেরা বিভাগের জন্য ৩জন হাফেজ শিক্ষক আবশ্যক।
* মক্তব বিভগের জন্য নূরানী প্রশিক্ষণপ্রাপ্ত ১জন মুআল্লিম আবশ্যক।
* কওমি মাদ্রাসায় পড়াতে আগ্রহী ধার্মিক ও সুন্নতের অনুসারী (বাংলা, ইংরেজি, গণিত) শিক্ষক আবশ্যক।
যোগাযোগ: ০১৫৫২৩৮০০৫৯, ০১৮১৮২৯১১২৮

যাতায়াত: মহাখালী ওয়ারলেস গেইট অথবা বনানী চেয়ারম্যান বড়ী হতে রিক্সযোগে কাড়াইল টিএন্ডটি বড় মসজিদ-মাদরাসা।

এমডব্লিউ/


সম্পর্কিত খবর


সর্বশেষ সংবাদ