আন্তর্জাতিক ডেস্ক: গাজায় গত কয়েকদিনে ইসরায়েলি দখলদারদের হামলায় অন্তত তিনটি মসজিদ পুরোপুরি ধ্বংস হয়ে গেছে এবং ক্ষতিগ্রস্ত হয়েছে আরও ৪০টি। গাজার ওয়াকফ মন্ত্রণালয়ের বরাতে এ তথ্য জানিয়েছে ফিলিস্তিনি গণমাধ্যম ‘ফিলিস্তিন আল ইয়াউম’।
বোমাবর্ষণের আশঙ্কায় উপত্যকার আরও ৪২টি মসজিদ সাময়িক বন্ধ রাখা হয়েছে বলেও জনিয়েছে ওয়াক্ফ মন্ত্রণালয়।
এদিকে, টানা দশম দিনের মতো বুধবারও গাজায় ব্যাপক হামলা অব্যাহত রেখেছে ইসরায়েলি বাহিনী। এদিনও ফিলিস্তিনিদের বেশ কয়েকেটি ভবন পুরোপুরি গুঁড়িয়ে দিয়েছে দখলদাররা।
সকালে ইসরায়েলের হামলায় এক সাংবাদিকসহ অন্তত চার ফিলিস্তিনি নিহত হয়েছেন বলে খবর পাওয়া গেছে।
গত ১০ মে থেকে গাজায় ব্যাপক বিমান ও ট্যাংক হামলা চালাচ্ছে ইসরায়েল। তাদের হামলায় এ পর্যন্ত ২১৯ ফিলিস্তিনি প্রাণ হারিয়েছেন। এর মধ্যে ৬৩ শিশু রয়েছে।
জাতিসংঘের হিসাবে, গাজায় ইসরায়েলের অব্যাহত হামলায় ৫২ হাজারেরও বেশি ফিলিস্তিনি ঘরহারা হয়েছেন।
সূত্র: পার্স টুডে
এনটি