আওয়ার ইসলাম ডেস্ক: গত ১১ এপ্রিল রাজধানীর জুরাইন এলাকা থেকে গ্রেফতার করা হয় সোনারগাঁও থানা খেলাফত মজলিসের সভাপতি মাওলানা ইকবাল হোসেনকে। এরপর আজ বৃহস্পতিবার (২০ মে) বিকেল ৩টায় হাসপাতালের নিবিড় পর্যবেক্ষণ কেন্দ্রে (আইসিইউ) চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি।
এর আগে মাওলানা ইকবাল হোসেন কেরানীগঞ্জ কেন্দ্রীয় কারাগারে ছিলেন। সেখানে হঠাৎ অসুস্থ হয়ে পড়লে রাজধানীর মিডফোর্ড হাসপাতালে ভর্তি করা হয় তাকে। এরপর চিকিৎসকগণ তাকে মৃত ঘোষণা করেন। বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন কেরানীগঞ্জ কারাগারের জেল সুপার সুভাষ উমার ঘোষ।
নারায়ণগঞ্জ জেলা কারাগারের জেল সুপার মাহবুবুল আলম জানান, ‘মাওলানা ইকবাল হোসেন গত ১১ মে অসুস্থ হয়ে পড়লে তাকে প্রথমে সদর জেনারেল হাসপাতালে চিকিৎসা সেবা দেওয়া হয়। পরে ডাক্তারদের নির্দেশনা মোতাবেক তাকে কেন্দ্রীয় কারাগারের অধীনে মিডফোর্ড হাসপাতালে ভর্তি করে চিকিৎসা সেবা দেওয়া হচ্ছিল।’
এমডব্লিউ/