রবিবার, ২৪ নভেম্বর ২০২৪ ।। ৯ অগ্রহায়ণ ১৪৩১ ।। ২২ জমাদিউল আউয়াল ১৪৪৬

শিরোনাম :
মানুষের অধিকার প্রতিষ্ঠায় দ্রুত নির্বাচনের বিকল্প নেই: তারেক রহমান জমিয়তের ভারপ্রাপ্ত সভাপতি হলেন শায়খ মাওলানা আবদুর রহীম ইসলামাবাদী কুমিল্লায় আন্তর্জাতিক ইসলামী মহাসম্মেলন আগামীকাল মাওলানা মনসুরুল হাসান রায়পুরীর ইন্তেকালে চরমোনাই পীরের শোক প্রকাশ জমিয়ত সভাপতি মাওলানা মনসুরুল হাসান রায়পুরী রহ.-এর বর্ণাঢ্য জীবন কওমি সনদকে কার্যকরী করতে ছাত্রদল ভূমিকা রাখবে: নাছির বড় ব্যবধানে জিতে প্রথমবারের মতো পার্লামেন্টে যাচ্ছেন প্রিয়াঙ্কা আইফোনে ‘টাইপ টু সিরি’ ফিচার যেভাবে ব্যবহার করবেন  স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসা জাতীয়করণের দাবি অত্যন্ত যৌক্তিক: ধর্ম উপদেষ্টা আল্লাহকে পেতে হলে রাসূলের অনুসরণ অপরিহার্য: কবি রুহুল আমিন খান

৩০ মে থেকে ভর্তি শুরু হচ্ছে হাটহাজারী মাদরাসায়

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

মুহাম্মদ ইশতিয়াক সিদ্দিকী।।

হাটহাজারী প্রতিনিধি>

আলজামিয়াতুল আহলিয়া দারুল উলূম হাটহাজারী মাদরাসার মজলিসে ইদারী ও মজলিসে ইলমির সিদ্ধান্ত অনুযায়ী আগামী ১৭ শাওয়াল ১৪৪২ হিজরী মুতাবেক ৩০ মে ২০২১ ইংরেজী রোজ রবিবার হতে জামিয়ার সকল বিভাগের নতুন ও পুরাতন ছাত্রদের ভর্তি কার্যক্রম শুরু হওয়া মর্মে ভর্তি বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, ভর্তিচ্ছু শিক্ষার্থীদের নিম্নবর্ণিত শর্তসাপেক্ষে ভর্তির অনুমতি দেওয়া হবে।

ক. প্রচলিত রাজনৈতিক ও অরাজনৈতিক কোন সংগঠন ও আইন-শৃঙ্খলা বিরোধী কোন কার্যক্রমের সাথে কোন ভাবে সম্পৃক্ত না থাকতে হবে।

খ. জমিয়ার ক্লাস ও ছাত্রবাস সহ, ক্যাম্পাসে মোবাইল ফোন ব্যবহার থেকে বিরত থাকতে হবে। কোন প্রকার স্মাটফোন পাওয়াগেলে জব্দ করা হবে। নরমাল মোবাইল ফোন আছরের পর থেকে মাগরিব পর্যন্ত ব্যবহারের সুযোগ থাকবে।

গ. কোন ছাত্র কোন প্রকার সোস্যাল মিডিয়ায় পোষ্ট দিলে শাস্তির যোগ্য হবে।

ঘ. সর্বাবস্থায় মাদ্রাসা ক্যাম্পাসে অবস্থান করতে হবে।

ঙ. প্রত্যেক জামাতে কোটা ভিত্তিক ছাত্র ভর্তি করা হবে। মেধাবী ও আখলাকী ছাত্রদের প্রাধান্য দেয়া হবে।

চ. আচার- আচরণ, চাল-চলন, পোষাক-পরিচ্ছেদ তালেবুল ইলমের মান সম্পন্ন হতে হবে।

ছ. শরীয়া পরিপন্থী কোন কার্যকলাপে লিপ্ত না হতে হবে।

নতুন যুক্ত হওয়া 'কড়া' শর্তগুলো দেয়ার ব্যাপারে জানতে চাইলে নাম প্রকাশে অনিচ্ছুক জামেয়ার এক শিক্ষক জানান, গত বছরের বেশ কিছু ঘটনায় কর্তৃপক্ষ বিবৃত। প্রশাসনসহ অনেকের কাছে বারবার বিভিন্ন প্রশ্নের সম্মুখীন হতে হচ্ছে শিক্ষকদের। তাই কর্তৃপক্ষ এমন ঘটনার পুনরাবৃত্তি না ঘটতে এমন কড়া শর্ত দিয়ে ছাত্র ভর্তি নিতে সিদ্ধান্ত নিয়েছেন।

এনটি


সম্পর্কিত খবর


সর্বশেষ সংবাদ