আন্তর্জাতিক ডেস্ক: মুসলমানদের ধোঁকা দিতে ও নিজেদের হামলা থেকেস বাঁচাতে ইসরায়েলি পররাষ্ট্র মন্ত্রণালয়ের আরবি ভাষার টুইটার পোস্টে গাজা উপত্যকায় বোমা হামলার ছবির পাশাপাশি কোরআনের আয়াত শেয়ার দেওয়া হয়েছে।
সোমবার (১৭ মে) সুরা ফিলের প্রথম চারটি আয়াত লিখে ইসরায়েলি বোমায় বিধ্বস্ত গাজার ছবি পোস্ট করা হয়েছে। সুরা ফিলে আবরাহা বাদশাহ’র কথা বলা হয়েছে। সে মক্কায় পবিত্র কাবা শরিফ ধ্বংস করতে হস্তিবাহিনীর নেতৃত্ব দিয়েছিল। কিন্তু আল্লাহ আবাবীল পাখি পাঠিয়ে তাদের ধ্বংস করে দিয়েছেন।
ইসরায়েলি পররাষ্ট্র মন্ত্রণালয়ের আরবি ভাষার টুইটার অ্যাকাউন্ট ও সেনাবাহিনীর মুখপাত্র আভিচেই অ্যাদরেই প্রায়ই কোরআনের আয়াত শেয়ার দিয়ে আসছে।
মুসলমানদের মনোযোগ আকর্ষণ করতে ও ফিলিস্তিনিদের ওপর বর্বর হত্যাকাণ্ডের ন্যায্যতা দিতে ইসরায়েলি সংবাদমাধ্যমও কোরআনের আয়াত ব্যবহার করছে।
নিদেদের বাঁচাতে ও মুসলমানদের ধোঁকা দিতে কুরআনের আয়াত সম্বলিত এসব পোস্ট করে আসছে রাষ্ট্রটি বলে মন্তব্য করছেন বিশ্লেষকগণ। বিশ্লেষকরা বলছেন, হামাসের হামলার সামনে নিজেরা টিকতে না পেরে এখন মুসলমানদের মনোযোগ আকর্ষণের চেষ্টা করছে তারা। কিন্তু ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠন ‘হামাস’ একের পর এক বুলেটের জবাব বুলেট দিয়েই ছুড়ছে।
এমডব্লিউ/