সোমবার, ২৫ নভেম্বর ২০২৪ ।। ১০ অগ্রহায়ণ ১৪৩১ ।। ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

শিরোনাম :
চিকিৎসকরা বছরে দুইবারের বেশি বিদেশ যেতে পারবেন না ঢাকা থেকে ভাঙ্গা হয়ে খুলনায় গেলো পরীক্ষামূলক ট্রেন নির্বাচনের তারিখ ঘোষণা করবেন প্রধান উপদেষ্টা: প্রেস উইং ধর্মীয় মূল্যবোধ ও সাম্যের ভিত্তিতে সংবিধান রচনার আহ্বান নেপালে ফের কুরআন প্রতিযোগিতার আয়োজন করছে সৌদি আগামীকাল সংবিধান সংস্কার কমিশনে প্রস্তাবনা পেশ করবে ইসলামী আন্দোলন ‘আল্লামা আতহার আলী রহ. জীবন, কর্ম, অবদান’ বইয়ের মোড়ক উন্মোচন আগামীকাল হাজী ইমদাদুল্লাহ মুহাজিরে মক্কী রহ. : কে এই মহান ব্যক্তি হাজিদের স্বার্থ রক্ষায় সরকার প্রতিশ্রুতিবদ্ধ : ধর্ম উপদেষ্টা মহানবীকে সা. নিয়ে কটূক্তি করলে সংবিধানে শাস্তির বিধান রাখার প্রস্তাব পার্থের

মহামারী করোনায় অসহায় মানুষের পাশে ‘অভিযাত্রী’

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

।।খাদিজা ইসলাম।।

কিশোরগঞ্জের কটিয়াদি উপজেলার লোহাজুরী ইউনিয়নের বিভিন্ন হতদরিদ্র, নিম্ন আয়ের মানুষ ও ইমাম পরিবারে খাদ্য ও ইফতার পৌঁছে দেন ‘অভিযাত্রী সমাজকল্যাণ সংগঠন’ নামে একটি সমাজিক প্লাটফর্ম। তাদের ফেসবুক ইনবক্সে নক দিলে, কল করে জানালে বা ফেসবুকে কোন অসহায় পরিবারের সন্ধান পেলে চাল, ডাল, বড় মাছ, তেল, আলু, পেঁয়াজ, সেমাই, চিনি, লবণ, সাবান, মুড়ি, ছোলা বুট ও খেজুর বাসায় বাসায় পৌছে দেয় সংগঠনটি।

No description available.

জানা যায়, গত বছর করোনা মহামারি সময়ে তারা ২৭৫ জনের অধিক পরিবারে প্রায় দেড় লাখ টাকার চাল, ডাল, তেল, আলু, পেঁয়াজ, চিনি, সেমাইসহ খাদ্য, ইফতার ও ঈদ সামগ্রী বিতরণ করে সংগঠনটি। এছাড়া করোনা সচেতনতায় লিফলেট বিতরণ, বিভিন্ন বাজার, মসজিদ, হাসপাতালে জীবাণুনাশক স্প্রেকরণ, বাজারে হাত ধোঁয়ার ড্রাম স্থাপন করে। পাশাপাশি করোনা থেকে মুক্তি লাভ, বীরশহীদ ও মৃত ব্যক্তিদের মাগফিরাত কামনায় ওয়াজ ও দোয়ার মাহফিলের আয়োজন করে। ফলে কম সময়ে তাদের সমাজিক কাজের পরিচিতি লাভ করে আস্থার জায়গা তৈরি হয় মানুষের মনের মণিকোঠায়।

বর্তমানে ইউনিয়নের মৃত ব্যক্তিদের জন্য ফ্রি মাইক সার্ভিস চালু । কলেজ,মাদরাসা ও বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষার্থীদের ফ্রি গাইডলাইন প্রদান। সুদমুক্ত ঋণ বিতরণ। কর্মসংস্থানের লক্ষ্যে দরিদ্র, প্রতিবন্ধী ও বিধবা নারীদের আর্থিক সহযোগিতার লক্ষে গবাদি পশু ও সেলাই মেশিন বিতরণ। মেধা বিকাশে ‘ভাষা শহীদ রফিক স্মৃতি পাঠাগার স্থাপন’সহ বেশকিছু উদ্যোগ তারা  হাতে নিয়েছে।

No description available.

সংগঠনের সভাপতি ও জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী এস. এম আবদুল্লাহ ফাহাদ জাকির আওয়ার ইসলামকে বলেন, প্রবাসী, এলাকাবাসী, উপদেষ্টা, সদস্য ও শুভাকাঙ্ক্ষীদের সহযোগিতায় মাদক, যৌতুক ও বাল্যবিবাহ রোধ, শিক্ষা, স্বাস্থ্য, দারিদ্র্য বিমোচন, কর্মসংস্থান সৃষ্টি , সুদমুক্ত ঋণ বিতরণ, বিনোদন ও  সমাজসেবামূলক সামাজিক কাজ করে যাওয়ার চেষ্টা করছি আমরা।

চাকুরীজীবি, প্রবাসী, রাজনৈতিক ব্যক্তিত্ব, সরকারি কর্মকর্তা ও প্রশাসনের সহযোগিতা পেলে সারাদেশে সামাজিক ও মানবিক কাজ করতে চান বলে জানান এস. এম আবদুল্লাহ ফাহাদ জাকির।

লেখক- শিক্ষার্থী ও গণমাধ্যমকর্মী

-কেএল


সম্পর্কিত খবর


সর্বশেষ সংবাদ