আন্তর্জাতিক ডেস্ক: গাজা উপত্যকায় অব্যাহত হামলার বিষয়ে ইসরায়েলের রাষ্ট্রদূতকে ডেকে চরম হুঁশিয়ারি দিলো রাশিয়া। বুধবার (১৯ মে) ইসরায়েলের রাষ্ট্রদূতকে রাশিয়ার এক সিনিয়র কর্মকর্তা এ হুঁশিয়ারি উচ্চারণ করেছেন বলে রয়টার্সের খবরে বলা হয়েছে।
রুশ পররাষ্ট্র মন্ত্রণালয়ের বরাত দিয়ে খবরে বলা হয়, ইসরায়েলের রাষ্ট্রদূতকে হুঁশিয়ারি দিয়ে তিনি বলেছেন, গাজায় বেসামরিক লোকজনের হতাহতের ঘটনা আরও বাড়বে এমন পদক্ষেপ যদি ইসরায়েল গ্রহণ করে তাহলে সেটা কোনোভাবেই মেনে নেওয়া হবে না।
প্রসঙ্গত, টানা ১০ দিন ধরে গাজা উপত্যকায় হামলা চালিয়ে আসছে ইসরায়েল। ইসরায়েলের এ হামলার তীব্র নিন্দা ও সমালোচনা চলছে বিশ্বজুড়ে। বিভিন্ন দেশ থেকে যুদ্ধবিরতির প্রস্তাব দেয়া হলেও ইসরায়েল তা মানতে নারাজ।
এমডব্লিউ/