মোস্তফা ওয়াদুদ: রাজধানীর মুগদা থানার অন্তর্গত মানিকনগর এলাকায় অবস্থিত মানিকনগরের সবচেয়ে পুরাতন দাওরা হাদিস মাদরাসা ‘জামিয়া মাহমুদিয়া ইছহাকিয়া’। আল্লামা নূর হোসাইন কাসেমী রহমতুল্লাহি আলাইহি এর তত্ত্বাবধানে প্রতিষ্ঠিত এ মাদরাসার মুহতামিমের দায়িত্ব পালন করছেন আল্লামা নূর হোসাইন কাসেমী রহমতুল্লাহি আলাইহি এর বিশিষ্ট খলিফা আল্লামা মুহাম্মদ ইসহাক।
মাদরাসার নায়েবে মুহতামিমের দায়িত্ব পালন করছেন আল্লামা নূর হোসাইন কাসেমী রহমতুল্লাহি আলাইহির আপন ছোট ভাই আল্লামা আব্দুল কুদ্দুস কাসেমী। এ মাদরাসা থেকে প্রতিবছরই বেফাকুল মাদারিসিল আরাবিয়া বাংলাদেশের কেন্দ্রীয় পরীক্ষায় ঈর্ষণীয় ফলাফল অর্জন করে আসছে। মেধাতালিকায় স্থান প্রাপ্তসহ সারাদেশে প্রথম স্থান অধিকার করার রেকর্ডও আছে ১৯৯৭ সালে প্রতিষ্ঠিত এ মাদরাসার।
আজ বুধবার (১৯ মে) সকাল ৯ টা থেকে এ মাদরাসায় ভর্তি কার্যক্রম শুরু হয়েছে। মানিকনগর মাদরাসায় রয়েছে,
১. মকতব বিভাগ (১ম-৩য় বর্ষ)।
২. আন্তর্জাতিক মানসম্মত হিফজ বিভাগ
৩. কিতাব বিভাগ (ইবতিদায়ী থেকে দাওরায়ে হাদিস) পর্যন্ত।
আজ সকাল থেকে মাদরাসার সব বিভাগেই ভর্তি কার্যক্রম শুরু হয়েছে। মাদরাসার প্রতিক্লাসের জন্যই রয়েছে কোটা ব্যবস্থা। কোটা পূরণ হওয়া পর্যন্ত ভর্তি কার্যক্রম চলবে বলে জানিয়েছেন মাদরাসার নাজিমে তালীমাত মুফতি আলমগীর কাসেমী।
মাদরাসার পড়ালেখার মানোন্নায়ন সম্পর্কে মাদরাসার মুহতামিম আল্লামা মুহাম্মদ ইছহাক আওয়ার ইসলামকে বলেন, ‘এই মাদরাসাটি ছাত্রদের পড়ালেখার জন্য অত্যন্ত উপযোগী স্থান। এখানে ছাত্রদের ফ্রিতে খাবার ও কিতাবাদী সরবরাহ করা হয়। দক্ষ ও অভিজ্ঞ উস্তাদদের মাধ্যমে সার্বক্ষণিক ছাত্রদের পড়াশোনার মানোন্নয়নের চেষ্টা করা হয়। একজন অভিভাবক তার কোমলমতি সন্তানকে এ মাদরাসায় ভর্তি করাতে পারেন অত্যন্ত স্বাচ্ছন্দ্যে।’
মাদরাসার নায়েবে মুহতামিম আব্দুল কুদ্দুস কাসেমী আওয়ার ইসলামকে বলেন, ‘এ মাদরাসার রয়েছে ঐতিহাসিক এক প্রেক্ষাপট। আল্লামা কাসেমী রহ. নিজ হাতে গড়ে তুলেছেন এ মাদরাসার ভিত্তি। এখানে ছাত্রদের পড়াশুনার পাশাপাশি আমল আখলাক ও তরবিয়াতের প্রতি বিশেষ দৃষ্টি প্রদান করা হয়।’
মাদরাসার ভর্তি ফি: ২০০০/- টাকা। অনলাইন ও অফলাইন উভয়ভাবে মাদরাসার ভর্তি কার্যক্রম সম্পন্ন করা যাবে। আপাতত শুধু ভর্তি ফি দিয়ে মাদরাসায় ভর্তি নিশ্চিত করার সুযোগ রেখেছে মাদরাসাটি। সেক্ষেত্রে এ নাম্বারে (০১৭৬২-৩১৬৬৫৬) ভর্তি ফি বিকাশ করে নিজের নাম রেজিস্ট্রেশন করতে হবে। ভর্তির অন্যান্য কার্যক্রম মাদরাসার খোলার পর করা যাবে। যারা অনলাইনে ভর্তি হতে চান তারা মাদরাসার গুগল ফরম পূরণ করে ভর্তি হতে পারবেন: https://docs.google.com/forms/d/e/1FAIpQLSdEwDdSZL0psWJnxPn75u-yot-Iy_xKlN2HjtgS2g4umX5YUQ/viewform
এমডব্লিউ/