সোমবার, ২৫ নভেম্বর ২০২৪ ।। ১০ অগ্রহায়ণ ১৪৩১ ।। ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

শিরোনাম :
চিকিৎসকরা বছরে দুইবারের বেশি বিদেশ যেতে পারবেন না ঢাকা থেকে ভাঙ্গা হয়ে খুলনায় গেলো পরীক্ষামূলক ট্রেন নির্বাচনের তারিখ ঘোষণা করবেন প্রধান উপদেষ্টা: প্রেস উইং ধর্মীয় মূল্যবোধ ও সাম্যের ভিত্তিতে সংবিধান রচনার আহ্বান নেপালে ফের কুরআন প্রতিযোগিতার আয়োজন করছে সৌদি আগামীকাল সংবিধান সংস্কার কমিশনে প্রস্তাবনা পেশ করবে ইসলামী আন্দোলন ‘আল্লামা আতহার আলী রহ. জীবন, কর্ম, অবদান’ বইয়ের মোড়ক উন্মোচন আগামীকাল হাজী ইমদাদুল্লাহ মুহাজিরে মক্কী রহ. : কে এই মহান ব্যক্তি হাজিদের স্বার্থ রক্ষায় সরকার প্রতিশ্রুতিবদ্ধ : ধর্ম উপদেষ্টা মহানবীকে সা. নিয়ে কটূক্তি করলে সংবিধানে শাস্তির বিধান রাখার প্রস্তাব পার্থের

মুসলিমবিশ্বকে এক হয়ে ইসরায়েলের কালো হাত ভেঙ্গে দিতে হবে: জমিয়ত

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: বিশ্বসন্ত্রাসী ইসরায়েল যেভাবে ফিলিস্তিনি মুসলমানদের উপর জুলুম-নির্যাতন চালিয়ে যাচ্ছে। মুসলিমবিশ্বকে এক হয়ে তাদের কালো হাত ভেঙ্গে দিতে হবে। মুসলিমবিশ্বের নীরবতার কারণেই তারা একের পর এক অপকর্ম চালিয়ে যাচ্ছে। তারা সম্পূর্ণ যুদ্ধাপরাধে লিপ্ত। গণমাধ্যমকর্মীরাও তাদের হাতে নিরাপদ নয়। বিশ্ব মোড়লরাও তাদের এই অপকর্মের সহযোগিতা করে যাচ্ছে। এ মুহূর্তে আমাদের ঈমানী ও নৈতিক দায়িত্ব হচ্ছে, ইসরায়েলের সকল পণ্য বয়কট করা ও মজলুম ফিলিস্তিনিদের পাশে দাঁড়ানো। জমিয়ত উলামায়ে ইসলাম বাংলাদেশের নেতৃবৃন্দ এক বিবৃতিতে এসব কথা বলেন।

আজ মঙ্গলবার (১৮ মে) গণমাধ্যমে প্রেরিত এক বিবৃতিতে জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশের ভারপ্রাপ্ত সভাপতি শায়খুল হাদিস মাওলানা মনসুরুল হাসান রায়পুরী, নির্বাহী সভাপতি মাওলানা আব্দুর রহিম ইসলামাবাদী, মহাসচিব শায়খুল হাদিস মাওলানা ড. গোলাম মহিউদ্দিন ইকরাম, মাওলানা শেখ মুজিবুর রহমান, মাওলানা শহিদুল ইসলাম আনসারী, মাওলানা আব্দুল মালিক চৌধুরী, মাওলানা আব্দুল হক কাউসারী, মাওলানা রশিদ বিন ওয়াক্কাস, মুফতি রেজাউল করিম, মুফতি রেদওয়ানুল বারী সিরাজী, মাওলানা আব্দুল হালীম বিন হারুন, মাওলানা আবু বকর সরকার, মাওলানা সুহাইল আহমদ ও ছাত্রনেতা নিজাম উদ্দিন আল আদনান প্রমুখ এসব বলেন।

নেতৃবৃন্দ আরো বলেন, বিশ্ব মোড়লরা যেভাবে ইসরায়েলের পক্ষে অবস্থান নিয়ে সাফাই গেয়ে যাচ্ছে। তা কোন সভ্যসমাজ মেনে নিতে পারে না। আমরা তাদের এই অন্যায় আচরণের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি।

নেতৃবৃন্দ বাংলাদেশ সরকারকে মজলুম ফিলিস্তিনিদের পাশে দাঁড়ানোর কারণে মোবারকবাদ জানান। পাশাপাশি মুসলিমবিশ্বের অন্যান্য দেশগুলোকেও ফিলিস্তিনের পাশে দাঁড়ানোর আহ্বান জানান।

নেতৃবৃন্দ জাতিসংঘ, ইউরোপীয় ইউনিয়ন, ওআইসি ও আরবলীগসহ সকলের প্রতি ইসরায়েলের সন্ত্রাসী কর্মকাণ্ড বন্ধের পদক্ষেপ নেওয়ার জোর দাবি জানান।

এমডব্লিউ/


সম্পর্কিত খবর


সর্বশেষ সংবাদ