ইকবাল হোসেন: দৈনিক প্রথম আলোর সিনিয়র রিপোর্টার রোজিনা ইসলামকে হেনস্তা করে গ্রেফতারের প্রতিবাদে গাজীপুরের শ্রীপুরে মানববন্ধন করা হয়েছে।
মঙ্গলবার (১৮ মে) শ্রীপুর উপজেলা পরিষদের সামনে মানববন্ধন হয়। মানববন্ধনে অংশগ্রহণ করেন দৈনিক ইনকিলাবের সিনিয়র সাংবাদিক আবদুল মতিন, দৈনিক দিন পরিবর্তনের সাংবাদিক শফিকুল ইসলাম, দৈনিক যুগান্তর পত্রিকার সাংবাদিক আবদুল মালেক, শ্রীপুর প্রেসক্লাবের আহবায়ক ফজলে মোমিন আকন্দ, আবুল কালাম আজাদ, প্রথম আলো পত্রিকার শ্রীপুর উপজেলা প্রতিনিধি সাদেক মৃধা, সমকাল পত্রিকার গাজীপুর প্রতিনিধি ইজাজ আহমেদ মিলন, দৈনিক নবরাজ পত্রিকার সিনিয়র সাংবাদিক জামাল উদ্দিন, দৈনিক বাস্তব চিত্র পত্রিকার সম্পাদক হাবিবুর রহমান মনির, দৈনিক যায়যায়দিন পত্রিকার শ্রীপুর উপজেলা প্রতিনিধি আলফাজ সরকার আকাশ, দৈনিক বিরাজমান পত্রিকার প্রধান সম্পাদক সোলাইমান মোহাম্মদ, দৈনিক মানব কণ্ঠ, ঢাকা পোস্ট ও জাগো নিউজের শিহাব খান, সময় টিভির গাজীপুর জেলা প্রতিনিধি রাজিবুল হাসান, এশিয়া টিভির বিশেষ প্রতিনিধি হাসান মাহমুদ, আনন্দ টিভির শ্রীপুর উপজেলা প্রতিনিধি আদনান মামুন, বিজয় টিভির আনোয়ার হোসেন, দৈনিক প্রভাতী খবরের মাহফুজুর রহমান, দৈনিক বাংলাদেশের আলো ও আওয়ার ইসলামের শ্রীপুর উপজেলা প্রতিনিধি মোঃ ইকবাল হোসেন, দৈনিক ভোরের পাতা পত্রিকার শ্রীপুর উপজেলা প্রতিনিধি বায়োজিত আকন্দ, দৈনিক তৃতীয় মার্তা পত্রিকা শ্রীপুর উপজেলা প্রতিনিধি আরিফ মন্ডল, দৈনিক মুক্তখবরের স্টাফ রিপোর্টার আরিফ প্রধান, দৈনিক বাংলাদেশ সমাচার পত্রিকার শ্রীপুর উপজেলা প্রতিনিধি ফুয়াদ মন্ডল, দৈনিক বিজনেস বাংলাদেশ পত্রিকার শ্রীপুর উপজেলা প্রতিনিধি তানভীর ইউ আহমেদ, বাবুলসহ শ্রীপুরের বিভিন্ন ইলেক্ট্রনিক ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিকবৃন্দ।
প্রসঙ্গতঃ আন্তর্জাতিক পুরস্কার প্রাপ্ত রোজিনা ইসলাম সোমবার দুপুরে পেশাগত কারণে সচিবালয়ে যান। সেখানে স্বাস্থ্য সচিবের অফিসের কিছু কর্মকর্তা তাকে আটকে রেখে হেনস্তা করেন। এতে তিনি অসুস্থ হয়ে গেলেও তাকে হাসপাতালে না নিয়ে শাহবাগ থানায় নিয়ে যাওয়ার ঘটনায় গভীর উদ্বেগ, উৎকন্ঠা ও ক্ষোভ প্রকাশ করে সারাদেশের সাংবাদিকরা। এসময় মানববন্ধনে উপস্থিত থাকা সাংবাদিকরা অবিলম্বে প্রথম আলোর সিনিয়র সাংবাদিক রোজিনা ইসলামকে নিঃশর্তে সসম্মানে মুক্তির দাবি জানান।
এমডব্লিউ/