আওয়ার ইসলাম ডেস্ক: ফিলিস্তিনের গাজা উপত্যকায় ইসরায়েলের অব্যাহত বিমান হামলায় এখন পর্যন্ত নিহত হয়েছে ৪৮ জন। নিহতদের মধ্যে শিশুও রয়েছে। এছাড়া ইসরায়েলের বিমান থেকে ফেলা বোমার আঘাতে গাজা শহরের ১৩ তলা বিশিষ্ট হানাদি টাওয়ার ধসে পড়েছে।
আজ বুধবার (১২ মে) সকালে ইসরায়েলের দক্ষিণাঞ্চলীয় নেতিভ হা’আসারা এলাকায় হামাসের দূরনিয়ন্ত্রিত ট্যাংক-বিধ্বংসী ক্ষেপণাস্ত্রের আঘাতে প্রাণ হারিয়েছেন এক ইসরায়েলি সেনাও। এসময় গুরুতর আহত হয়েছেন আরও দুইজন।
কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা ফিলিস্তিনের স্বাস্থ্য কর্তৃপক্ষের বরাত দিয়ে জানায়, হামাসের ছোড়া রকেটের জবাবে সোমবার মধ্যরাত থেকে গাজায় বিমান হামলা চালায় ইসরায়েল। মঙ্গলবার রাতেও এই হামলা অব্যাহত রাখে তারা।
এর আগে হামাসের সামরিক শাখা কাসেম ব্রিগেড জানিয়েছিল, তারা ইসরায়েলি বাহিনীর একটি গাড়িতে কর্নেট মিসাইল হামলা করে তিনজনকে আহত করেছে। এদিকে গাজা উপত্যকায় দখলদার বাহিনীর এই আক্রমণ বন্ধের আপাতত কোনো পরিকল্পনা নেই বলে ঘোষণা দিয়েছেন ইসরায়েলি প্রতিরক্ষামন্ত্রী বেনি গান্টজ।
গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, ১৪ শিশুসহ ৪৮ জন নিহত হয়েছে। আহত হয়েছেন আরও ৩০০ জন।
-এটি