সোমবার, ২৫ নভেম্বর ২০২৪ ।। ১০ অগ্রহায়ণ ১৪৩১ ।। ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬


খালেদা জিয়ার শারীরিক অবস্থার উন্নতি হচ্ছে: ফখরুল

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার শারীরিক অবস্থার উন্নতি হচ্ছে বলে জানিয়েছেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

ঈদুল ফিতর উপলক্ষ্যে বুধবার (১২ মে) দুপুরে, দলের সাবেক সাংগঠনিক সম্পাদক নিখোঁজ এম ইলিয়াস আলীর পরিবারের সদস্যদের সাথে দেখা করার পর একথা জানান তিনি।

এসময় তিনি দলের সাবেক নেতার স্ত্রী-সন্তানদের সাথে কথা বলেন এবং তাদের খোঁজ খবর নেন। পরে তিনি অভিযোগ করেন, শুধু রাজনৈতিক কারণেই ক্ষমতায় আসার পর থেকে বিরোধী মত দমন করে চলেছে সরকার।

এম ইলিয়াস আলীসহ দলের অসংখ্য নেতাকর্মীদের গুম-খুনের পেছনে ক্ষমতাসীন দলকেই দায়ী করেন মির্জা ফখরুল। বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকেও রাজনীতি থেকে দূরে রাখার সব চেষ্টা সরকার করছে বলে জানান তিনি। এসময় খালেদা জিয়ার শারীরিক অবস্থার কথা জানাতে গিয়ে মির্জা ফখরুল বলেন, ম্যাডামের অবস্থা একই রকম আছে। গতকাল আমি যেটা বলেছিলাম। বরঞ্চ একটু ইম্প্রুভ করেছে। সি ইজ ইম্প্রুভিং।

এর আগে, মঙ্গলবার (১১ মে) বিএনপি চেয়ারপারসনের শারীরিক অবস্থার উন্নতি হলেও ‘ক্রিটিক্যাল’ ছিল বলে জানিয়েছিলেন তিনি।

বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া রাজধানীর এয়ারকেয়ার হাসপাতালে গত ২৭ এপ্রিল থেকে চিকিৎসাধীন আছেন। তিনি বর্তমানে করোনারি কেয়ার ইউনিটে রয়েছেন। হাসপাতালের হৃদরোগ বিশেষজ্ঞ ডা. শাহাবুদ্দিন তালুকদারের নেতৃত্বে ১০ সদস্যের একটি মেডিক্যাল বোর্ডের তত্ত্বাবধায়নে তার চিকিৎসা চলছে। এর মধ্যে খালেদাকে বিদেশে চিকিৎসার জন্য নিতে তার পরিবারের পক্ষ থেকে আবেদন করা হলেও তা নাকচ করে দেয় সরকার।

-এটি


সম্পর্কিত খবর


সর্বশেষ সংবাদ