সোমবার, ২৫ নভেম্বর ২০২৪ ।। ১০ অগ্রহায়ণ ১৪৩১ ।। ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬


করোনার ভারতীয় ধরন ৪৪টি দেশে : ডব্লিউএইচও

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিওএইচও) বলছে, বিশ্বের ৪৪টি দেশে করোনার ভারতীয় ধরন শনাক্ত হয়েছে। করোনার এই ধরনের কারণে ভারতে বর্তমানে সংক্রমণ তীব্র রূপ নিয়েছে।

ডব্লিউএইচও বলছে, ভারতে প্রথম গত বছরের অক্টোবরে করোনার বি.১.৬১৭ ধরনটি শনাক্ত হয়। ভারতের বাইরে ব্রিটেনে এই ধরনটি সবচেয়ে বেশি শনাক্ত হয়েছে।

ডব্লিউএইচও আজ বুধবার মহামারি নিয়ে সাপ্তাহিক সর্বশেষ তথ্যে এসব কথা জানায়। এদিকে চলতি সপ্তাহে ডব্লিউএইচও করোনার ভারতীয় এ ধরনকে উদ্বেগজনক বলে বর্ণনা করেছে।

করোনার মূল ধরনের চেয়ে এই ধরন অনেক বেশি সংক্রামক এবং খুব সহজেই এটি ছড়িয়ে পড়তে পারে। এ কারণে সংস্থা ব্রিটেন, ব্রাজিল ও দক্ষিণ আফ্রিকার পর ভারতীয় এ ধরনকেও উদ্বেগজনক হিসেবে তালিকাভুক্ত করেছে।

উল্লেখ, সম্প্রতি ভারতে করোনা তীব্র রূপ নেওয়ায় দেশটির স্বাস্থ্য ব্যবস্থা ভেঙে পড়েছে। বিশ্বে যুক্তরাষ্ট্রের পরই ভারত করোনায় পর্যুদস্ত দেশে পরিণত হয়েছে। ভারতের ১৩০ কোটি জনসংখ্যার মধ্যে প্রায় দুই কোটি ৩০ লাখ লোক করোনায় আক্রান্ত হয়েছে। প্রতিদিন তিন লাখেরও বেশি লোক করোনায় আক্রান্ত হচ্ছে এবং মারা যাচ্ছে প্রায় চার হাজার লোক।

রাজধানী দিল্লি ও মুম্বাইসহ অন্যান্য বড় বড় শহরের হাসপাতালগুলোতে শয্যা ও অক্সিজেনের তীব্র সংকট চলছে। অক্সিজেনের অভাবেই মারা যাচ্ছে অনেক রোগী। বিশ্ব স্বাস্থ্য সংস্থা সংক্রমণ ব্যাপকভাবে ছড়িয়ে পড়ার কারণ হিসেবে করোনার নতুন ধরনের পাশাপাশি দেশটির ধর্মীয় ও রাজনৈতিক সভাসমাবেশকেও দায়ী করছে।

ভারতে গত ৮ মে করোনায় ২৪ ঘণ্টায় মৃত্যু হয়েছিল চার হাজার ১৮৭ জনের। তারপর কয়েক দিন মৃত্যু কিছুটা কমে। কিন্তু গত ২৪ ঘণ্টায় আগের সব রেকর্ড ভেঙে দেয় মৃত্যুর সংখ্যা। ভারতে গত ২৪ ঘণ্টায় করোনায় আক্রান্ত হয়ে চার হাজার ২০৫ জনের মৃত্যু হয়েছে। আর, দৈনিক সংক্রমণ পর পর দুদিন সাড়ে তিন লাখের নিচে। গত ২৪ ঘণ্টায় ভারতে তিন লাখ ৪৮ হাজার ৪২১ জন করোনায় আক্রান্ত হয়েছে। বার্তা সংস্থা রয়টার্স এ খবর জানিয়েছে।

ভারতের স্বাস্থ্য মন্ত্রণালয়ের পরিসংখ্যান অনুযায়ী, আজ বুধবার পর্যন্ত সে দেশে মোট করোনায় আক্রান্তের সংখ্যা দুই কোটি ৩৩ লাখ ৪০ হাজার ৯৩৮ জন। এখন পর্যন্ত ভারতে করোনায় আক্রান্ত হয়ে মোট মৃত্যু হয়েছে দুই লাখ ৫৪ হাজার ১৯৭ জনের। ভারতে কোভিড সংক্রমণের হার বাড়লেও গত ২৪ ঘণ্টায় এই হার কিছুটা কমেছে। গত ২৪ ঘণ্টায় সংক্রমণের হার ১৭ দশমিক ৫৬ শতাংশ। এখন পর্যন্ত দেশটিতে মোট সংক্রমণের হার ৭ দশমিক ৫৯ শতাংশ।

-এটি


সম্পর্কিত খবর


সর্বশেষ সংবাদ