রবিবার, ২৪ নভেম্বর ২০২৪ ।। ৯ অগ্রহায়ণ ১৪৩১ ।। ২২ জমাদিউল আউয়াল ১৪৪৬

শিরোনাম :
মানুষের অধিকার প্রতিষ্ঠায় দ্রুত নির্বাচনের বিকল্প নেই: তারেক রহমান জমিয়তের ভারপ্রাপ্ত সভাপতি হলেন শায়খ মাওলানা আবদুর রহীম ইসলামাবাদী কুমিল্লায় আন্তর্জাতিক ইসলামী মহাসম্মেলন আগামীকাল মাওলানা মনসুরুল হাসান রায়পুরীর ইন্তেকালে চরমোনাই পীরের শোক প্রকাশ জমিয়ত সভাপতি মাওলানা মনসুরুল হাসান রায়পুরী রহ.-এর বর্ণাঢ্য জীবন কওমি সনদকে কার্যকরী করতে ছাত্রদল ভূমিকা রাখবে: নাছির বড় ব্যবধানে জিতে প্রথমবারের মতো পার্লামেন্টে যাচ্ছেন প্রিয়াঙ্কা আইফোনে ‘টাইপ টু সিরি’ ফিচার যেভাবে ব্যবহার করবেন  স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসা জাতীয়করণের দাবি অত্যন্ত যৌক্তিক: ধর্ম উপদেষ্টা আল্লাহকে পেতে হলে রাসূলের অনুসরণ অপরিহার্য: কবি রুহুল আমিন খান

বেফাক পরীক্ষায় জামিয়া মাদানিয়া বারিধারার ঈর্ষণীয় সাফল্য

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

মোস্তফা ওয়াদুদ: বেফাকুল মাদারিসিল আরাবিয়া বাংলাদেশের অধীনে অনুষ্ঠিত কেন্দ্রীয় পরীক্ষায় প্রতিষ্ঠার পর থেকেই দেশের ঐতিহ্যবাহী দীনি শিক্ষা প্রতিষ্ঠান জামিয়া মাদানিয়া বারিধারা মাদরাসার ঈর্ষণীয় সফলতা অর্জন করে আসছে।

এরই ধারাবাহিকতায় ১৪৪২ হিজরী শিক্ষাবর্ষে কেন্দ্রীয় পরীক্ষায় অংশগ্রহণকারী সর্বমোট ৩৮৭ জন ছাত্রের মধ্যে মুমতায (স্টারমার্ক) লাভ করেছে ১৫৫ জন। মেধা তালিকায় স্থান পেয়েছে ৪৭ জন। জায়্যিদ জিদ্দান (১ম বিভাগ) থেকে উত্তীর্ণ হয়েছে ১১৮ জন। আর জায়্যিদ বিভাগে উত্তীর্ণ হয়েছে ৮১ জন। মাদরাসার শায়খুল হাদিস ও নাজিমে তালীমাত মুফতি মকবুল হোসাইন কাসেমী আওয়ার ইসলামকে এ তথ্য নিশ্চিত করেছেন।

জামিয়া মাদানিয়া বারিধারা মাদরাসার প্রতিষ্ঠাতা মুহতামিম ছিলেন শায়খুল হাদিস ও বাংলার মাদানী আল্লামা নূর হোসাইন কাসেমী রহ.। তিনি গত বছরের ১৩ ডিসেম্বর ইন্তেকাল করেন। বারিধারা মাদরাসা ছাড়াও তার প্রতিষ্ঠিত আরও একাধিক মাদরাসা রয়েছে। বর্তমানে বারিধারা মাদরাসার মুহতামিম হিসেবে আছেন মুফতি মুনীর হোসাইন কাসেমী।

ফলাফলের বিস্তারিত: ফযীলত মারহালায় মোট পরীক্ষার্থী ছিলো ১৪৩ জন। এর মাঝে ৮ম মেধা তালিকাসহ মোট মেধাস্থান লাভ করেছে ৭জন। মুমতায হয়েছে ৩০ জন। সানাবিয়া উলইয়া মারহালায় মোট পরীক্ষার্থী ৮১ জন। এর মাঝে মেধাস্থান লাভ করেছে ৫জন। মুমতায ২৩ জন। মুতাওয়াসসিতাহ মারহালায় মোট পরীক্ষার্থী ৭৬ জন। এর মাঝে মেধা তালিকায় স্থান লাভ করেছে ৮জন। মুমতায ৪৬ জন। ইবতিদাইয়্যাহ মারহালায় মোট পরীক্ষার্থী ৭১ জন। এর মাঝে মেধা তালিকায় স্থান লাভ করেছে ২৭ জন। মুমতায ৪৫ জন। হিফযুল কুরআন বিভাগে মোট পরীক্ষার্থী ছিলো ১৯ জন। এর মাঝে মুমতায ১১ জন।

এমডব্লিউ/


সম্পর্কিত খবর


সর্বশেষ সংবাদ