সোমবার, ২৫ নভেম্বর ২০২৪ ।। ১০ অগ্রহায়ণ ১৪৩১ ।। ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬


ফিলিস্তিনীদের উপর ইসরায়েলের নৃশংসতা বন্ধ করতে হবে: খেলাফত মজলিস

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: পবিত্র আল-আকসা মসজিদে বারবার ইহুদিবাদী ইসরায়েলি বাহিনীর বর্বরোচিত হামলা এবং গতকাল থেকে গাজায় নির্বিচার বিমান হামলা করে অন্তত: ২৪ জন ফিলিস্তিনীকে শহিদ ও শত শত আহত করার ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে অবিলম্বে ফিলিস্তিনীদের উপর ইসরাইলী নির্যাতন বন্ধ ও দখলদারিত্ব অবসানের দাবী জানিয়েছে খেলাফত মজলিস।

আজ সোমবার প্রদত্ত এক বিবৃতিতে খেলাফত মজলিসের আমীর মাওলানা মোহাম্মদ ইসহাক বলেন, অবৈধ ইহুদীবাদী রাষ্ট্র ইসরায়েলের পুলিশবাহিনী গত কয়েক দিন যাবৎ পবিত্র আল-আকসা মসজিদের মুসল্লীদের উপর গুলি, টিয়ারসেল, গ্রেনেড হামলা চালিয়ে শতশত মুসলমানকে আহত করেছে, গতকাল থেকে অবরুদ্ধ গাজায় নির্বিচার বিমান হামলা চালিয়ে যাচ্ছে। এ পর্যণÍ অন্তত: ২৪ জন ফিলিস্তিনী শহীদ হয়েছেন। রমজান মাসে আল-আকসা মসজিদে নামাজরত মুসল্লীদের উপর বর্বরোচিত হামলা ও ফিলিস্তিনী মুসলমানদের হত্যা করে বিশ^ মুসলিমের হৃদয়ে আঘাত হেনেছে। ফিলিস্তিীদের উপর ইহুদীবাদী ইসরায়েলের এ জুলুম নির্যাতন ও হত্যাকান্ড বিশ^মুসলিম কোনভাবেই বরদাশ করবে না।

বিবৃতিতে তিনি বলেন, অবিলম্বে ফিলিস্তিনী জনগনের উপর পরিচালিত ইহুদীবাদী ইসরায়েলি নৃশংসতা বন্ধ করতে হবে। গাজায় বিমান হামলা বন্ধ করতে হবে। আল-আকসা মসজিদকে মুসলমানদের ইবাদত বন্দেগীর জন্য উন্মুক্ত রাখতে হবে। ইহুদীবাদী ইসরাইলের অবৈধ দখলদারিত্ব থেকে ফিলিস্তিনকে মুক্ত করতে হবে। এ জন্য জাতিসঙ্ঘ, ওআইসিসহ বিশ^ মুসলিম ও বিশ^ সম্প্রদায়কে জরুরীভিত্তিতে পদক্ষেপ গ্রহন করতে হবে।

-এটি


সম্পর্কিত খবর


সর্বশেষ সংবাদ