আওয়ার ইসলাম: করোনার দ্বিতীয় ঢেউ নিয়ন্ত্রণ করা গেলেও স্বাস্থ্যবিধি না মানলে ঈদের পর তৃতীয় ঢেউ আসতে পারে-এমন আশঙ্কা ব্যক্ত করেছে স্বাস্থ্য অধিদপ্তর।
ঈদে স্বাস্থ্যবিধি না মেনেই বেশিরভার মানুষ গাদাগাদি করে ঢাকা ছাড়ছেন। ঈদ শেষে এসব মানুষ যখন আবার ঢাকায় ফিরবে তখন সংক্রমণ বাড়তে পারে বলে ধারণা করছেন অধিদপ্তরের মহাপরিচালক।
আজ মঙ্গলবার (১১ মে) বিকেল সাড়ে ৩টায় জরুরি অনলাইন সংবাদ সম্মেলনে দেয়া বক্তব্যে স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক ডা. এবিএম খুরশিদ আলম এসব কথা বলেন।
তিনি আরও বলেন, 'ঈদে আমরা যেভাবে সংক্রমণের ঝুঁকি নিয়ে গ্রামের বাড়ি যাচ্ছি। এতে আমরা নিজেদের সর্বনাশ নিজেরা ডেকে আনছি। এভাবে যদি চলতে থাকে তাহলে করোনা সংক্রমণ থেকে পরিত্রাণ পাওয়া মুশকিল হয়ে যাবে।'
করোনা কবে পৃথিবী থেকে বিদায় তা কেউ বলতে না উল্লেখ করে স্বাস্থ্যের ডিজি বলেন, 'যতদিন করোনা থাকবে ততদিন আমাদের স্বাস্থ্যবিধি মানতে হবে।'
এ সময় দেশে ভারতের ধরনের শনাক্ত হওয়া নিয়ে আশঙ্কা প্রকাশ করে সীমান্ত দিয়ে দেশে প্রবেশকারীদের ১৪ দিনের কোয়ারেন্টিন নিশ্চিতে জোর দেয়া হয়। পণ্যবাহী যানবাহনের শ্রমিকদের মাধ্যমে যেন সংক্রমণ না ছড়ায় তা পর্যবেক্ষণেরও তাগিদ দেয়া হয়।
জরুরি অনলাইন সংবাদ সম্মেলনে যুক্ত ছিলেন, স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক অধ্যাপক ডা. মীরজাদী সেব্রিনা ফ্লোরা ও স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক ডা. নাসিমা সুলতানা।
এদিকে, দেশে করোনা শনাক্তের ৪৩০তম দিনে আরও ৩৩ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে করোনায় দেশে ১২ হাজার ছাড়ালো করোনায় মৃতের সংখ্যা। এছাড়া গত ২৪ ঘণ্টায় নতুন করে করোনা শনাক্ত হয়েছেন ১ হাজার ২৩০ জন। এ নিয়ে দেশে করোনায় শনাক্তের সংখ্যা দাঁড়ালো ৭ লাখ ৭৬ হাজার ২৫৭ জন।
-এটি