সোমবার, ২৫ নভেম্বর ২০২৪ ।। ১০ অগ্রহায়ণ ১৪৩১ ।। ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬


আল-আকসার পর এবার গাজায় ইসরায়েলি হামলা, নয় শিশুসহ ২১ ফিলিস্তিনি নিহত

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আন্তর্জাতিক ডেস্ক: মসজিদুল আকসায় টানা কয়েকদিন ধরে হামলা চালিয়ে আসার পর এবার ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপতক্যার বিভিন্ন অংশে ইসরায়েলি বাহিনীর বিমান হামলায় নয় শিশুসহ কমপক্ষে ২১ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন ৬৫ জন।

এর আগে আল-আকসা মসজিদে হামলা চালিয়ে তিন শতাধিক ফিলিস্তিনিকে আহত করে ইসরায়েলি দখলদার বাহিনী।

আল-জাজিরা জানায়, আল-আকসা মসজিদ থেকে অবরোধ তুলে নেওয়ার সময়সীমা বেঁধে দিয়ে রকেট হামলার হুমকি দেয় গাজার প্রতিরোধ সংগঠন হামাস। সেখান থেকে বাহিনী সরিয়ে না নিলে ইসরায়েলে রকেট ছোড়ে সংগঠনটি।

আহত এক শিশুকে হাসপাতালে নিয়ে যান তার স্বজন

আনাদলু এজেন্সি জানিয়েছে, এরপর গাজা উপত্যকায় একের পর এক বিমান হামলা চালিয়ে যাচ্ছে ইসরায়েলি বাহিনী। এতে এখন পর্যন্ত নয় শিশুসহ ২১ ফিলিস্তিনি নিহত হওয়ার খবর পাওয়া গেছে।

অব্যাহত উত্তেজনা নিয়ে জাতিসংঘ সাধারণ পরিষদ জরুরি বৈঠকে বসলেও ইসরায়েলের মিত্র যুক্তরাষ্ট্রের বাধার কারণে প্রকাশ্যে কোনো বিবৃতিতে দিতে পারেনি সদস্য রাষ্ট্রগুলো।

গাজায় ইসরায়েলি বিমান হামলায় হতাহত ফিলিস্তিনিদের স্বজনদের আহাজারি

পরিস্থিতি নিয়ে জর্ডানের বাদশাহ আবদুল্লাহর সঙ্গে ফোনে কথা বলেছেন তুরস্কের প্রেসিডেন্ট রজব তাইয়েব এরদোগান। আল-আকসা মসজিদে হামলার নিন্দা জানিয়েছে তুরস্কের পার্লামেন্ট।

ইসরায়েলি উগ্রবাদীদের জেরুসালেম দখল উদযাপন এবং শেখ জাররাহ এলাকা থেকে ফিলিস্তিনি বাসিন্দাদের উচ্ছেদ ঘিরে এ উত্তেজনার সূত্রপাত হয়। এরপর আল-আকসা মসজিদের মুসল্লিদের ওপর কয়েক দফা বর্বরোচিত হামলা চালায় ইসরায়েলি বাহিনী। এতে ৩’শর বেশি ফিলিস্তিনি আহত হয়েছেন এখন পর্যন্ত।

এনটি


সম্পর্কিত খবর


সর্বশেষ সংবাদ