সোমবার, ২৫ নভেম্বর ২০২৪ ।। ১০ অগ্রহায়ণ ১৪৩১ ।। ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬


টিকা নিয়ে অনিশ্চয়তায় ১৫ লাখেরও বেশি মানুষ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: করোনা ভাইরাসের দ্বিতীয় ডোজের টিকা পাওয়া নিয়ে অনিশ্চয়তায় আছেন প্রায় ১৫ লক্ষাধিক মানুষ। ফলে, যারা প্রথম ডোজ নিয়েছেন এবং দ্বিতীয় ডোজ নেয়ার অপেক্ষায় আছেন তাদের মধ্যে তৈরি হয়েছে অসন্তোষ।

স্বাস্থ্যবিভাগ বলছে, নতুন টিকা না আসা পর্যন্ত কিছুটা সমন্বয় করা হচ্ছে। বিশেষজ্ঞরা বলছেন, ১২ থেকে ১৬ সপ্তাহের মধ্যেও দ্বিতীয় ডোজের টিকা নেয়া যায়।

স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী এখন পর্যন্ত করোনা ভাইরাসের প্রথম ডোজের টিকা নিয়েছেন ৫৮ লাখ ১৯ হাজার ৯০০ জন। ৯ই মে পর্যন্ত দ্বিতীয় ডোজের টিকা নিয়েছেন ৩৪ লাখ ৯৬ হাজার ১৮৬ জন। এখন স্বাস্থ্য অধিদপ্তরের কাছে রয়েছে মোট ৮ লাখ টিকা। সেই হিসেবে ১৫ লাখ ২৩ হাজার ৭১৪ জন প্রথম ডোজ টিকা গ্রহীতার দ্বিতীয় ডোজ পাওয়া অনিশ্চিত।

এদিকে, আগামী ১২ মে চীন থেকে যে টিকা আসবে তা প্রথম ডোজের। এ বিষয়ে স্বাস্থ্য অধিদফতরের কোভিড-নাইনটিন ভ্যাকসিন ব্যবস্থাপনা টাস্কফোর্স কমিটির সদস্য সচিব শামসুল হক বলেন, দ্বিতীয় ডোজের সংকট দেখা দেয়ায় টিকা কেন্দ্রে কিছুটা সমন্বয় করা হচ্ছে।

প্রথম ডোজ নেয়ার ৪ সপ্তাহ পর দ্বিতীয় ডোজ করোনা ভাইরাসের টিকা দেয়া হচ্ছিল। বিশেষজ্ঞরা বলছেন এই সময়টা বাড়িয়ে ১২ থেকে ১৬ সপ্তাহ পর্যন্তও করা যায়। দেশে টিকা কার্যক্রম শুরু হয় ৭ই ফেব্রুয়ারি। এরপর ৮ই এপ্রিল থেকে দেয়া শুরু হয় দ্বিতীয় ডোজের টিকা

-এটি


সম্পর্কিত খবর


সর্বশেষ সংবাদ