সোমবার, ০৭ এপ্রিল ২০২৫ ।। ২৩ চৈত্র ১৪৩১ ।। ৯ শাওয়াল ১৪৪৬

শিরোনাম :
গাজায় গণহত্যার প্রতিবাদে বৈশ্বিক হরতালের সঙ্গে একাত্মতা ও অংশগ্রহণের আহ্বান বেফাকের মাওলানা আতাউল্লাহ হাফেজ্জি রহ এর ইন্তেকালে বেফাকের শোক ও দোয়া। সোমবার পশ্চিম তীর, শরণার্থী শিবির ও প্রবাসে পূর্ণদিবস হরতালের ডাক ফিলিস্তিনি গোষ্ঠীগুলোর দৌলতপুরে ইখওয়ানুল উম্মাহ’র প্রতিযোগিতা অনুষ্ঠিত ‘মডেল মসজিদকে কেন্দ্র করে ইসলামী সভ্যতা-সংস্কৃতির প্রসার করতে হবে’ ফিলিস্তিন ইস্যুতে মুসলিমদের করণীয় সম্পর্কে বললেন আজহারী এ মাসেই শেখ হাসিনার বিরুদ্ধে ট্রাইব্যুনালে চার্জশিট দাখিল গাজা হত্যার প্রতিবাদে সারা দেশে কর্মসূচি ছাত্রদলের ‘ওয়াকফ বিল পাসের মাধ্যমে মুসলমানদের অধিকার খর্ব করা হয়েছে’ গাজায় গণহত্যা ও  ভারতের ওয়াকফ বিলের প্রতিবাদে কক্সবাজারে মানববন্ধন 

গ্লোবাল কওমি এডুকেশনের ইংলিশ মিডিয়াম মাদানী নিসাবে ভর্তি চলছে

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আন্দামান নওশাদ: বাংলাদেশে এই প্রথম ইংলিশ মিডিয়াম মাদানী নিসাব বিভাগ চালু করেছে গ্লোবাল কওমি এডুকেশন ইনস্টিটিউট। ‘সন্তান আপনার; মানুষ করার দায়িত্ব আমাদের’ শ্লোগানকে ধারণ করে বিশ্বমানের স্কলার তৈরি করতে এমন উদ্যোগ নিয়েছে প্রতিষ্ঠানটি। বাংলাদেশে প্রথম ইংলিশ মিডিয়াম হিফজ বিভাগ চালু করেছে প্রতিষ্ঠানটি। এবার ইংলিশ মিডিয়াম মাদানি নিসাবের ১ম ও ২য় বর্ষে ভর্তি চলছে।

ইনস্টিটিউটটি যুগের চাহিদা অনুযায়ী শিশু শিক্ষার্থীদের জন্য আয়োজন করেছে সময়োপযোগী বিভাগসমূহ। তন্মধ্যে রয়েছে,
১. সাত বছর মেয়াদি পূর্ণাঙ্গ মাদানি নেসাব।
২. ইংলিশ মিডিয়াম হিফজুুল কোরআন।
৩. ছয়মাস ব্যাপী ইংরেজি ভাষা শিক্ষা কোর্স।
৪. উচ্চতর আরবি ভাষা শিক্ষা কোর্স।
৫. কম্পিউটার প্রশিক্ষণ ডিপ্লোমা কোর্স।
৭. আরবি খত্বে রুকআ প্রশিক্ষণ।

তবে এর মাঝে সবচেয়ে আকর্ষণীয় বিভাগ হচ্ছে ‘ইংলিশ মিডিয়াম মাদানী নিসাব বিভাগ’। এ বিভাগের বৈশিষ্ট্য হলো,May be an image of text

* ৭ বছর মেয়াদী পূর্ণাঙ্গ মাদানী নেসাব (৭ বছরেই দাওরায়ে হাদীস/মাস্টার্স)।
* হজরত মাওলানা আবু তাহের মেসবাহ কর্তৃক প্রণীত মাদানী নেসাবের পূর্ণাঙ্গ অনুসরণ।
* মাত্র দুই থেকে তিন মাসের মধ্যেই আরবি ও ইংরেজিতে পূর্ণাঙ্গ কথােপকথনসহ যে কোন আরবি নির্ভূল এবারত পড়া, তারকীব ও তাহকীকে দক্ষ করে গড়ে তােলা।
* কম্পিউটারের যাবতীয় বিষয়ে দক্ষ হিসেবে গড়ে তোলা হয়।
* সদ্য হাফেজদের প্রতিদিন নিয়মিত শুনানী বাধ্যতামুলক।
* অভিজ্ঞ শিক্ষকমন্ডলী দ্বারা পাঠদান করানো হয়।
* যারা PSC, JDC, Dakhil/ ssc পরীক্ষায় অংশ নিতে ইচ্ছুক তাদের জন্য পরীক্ষায় অংশ নেওয়ার সু-ব্যবস্থা রয়েছে।

আপনার সন্তানকে ইংলিশ মিডিয়াম মাদানী নেসাব মাদরাসায় ভর্তি করিয়ে আরবি ভাষার পাশাপাশি শতভাগ ইংরেজি ভাষা ও কম্পিউটারে দক্ষ হিসেবে গড়ে তুলতে আজই যােগাযােগ করুন।

যাতায়াতঃ যাত্রাবাড়ী হয়ে চিটাগাংরােড নেমে হাউজিং ফকির বাড়ি মসজিদ এর সামনে (জমজম টাওয়ার)।

মােবাইল: 01722-476160, 01972-476160

এমডব্লিউ/


সম্পর্কিত খবর



সর্বশেষ সংবাদ