শনিবার, ২৩ নভেম্বর ২০২৪ ।। ৭ অগ্রহায়ণ ১৪৩১ ।। ২১ জমাদিউল আউয়াল ১৪৪৬

শিরোনাম :
কাল যাত্রাবাড়ী মাদরাসায় মজলিসে দাওয়াতুল হকের ইজতেমা শেখ হাসিনা ভারতে বসে দেশের বিরুদ্ধে চক্রান্ত করছেন: মজলিস মহাসচিব ডেঙ্গুতে এক সপ্তাহে ৩১ জনের মৃত্যু, আক্রান্ত ৬২৩০ মসজিদে নববীর আদলে হবে আন্দরকিল্লা শাহী জামে মসজিদ: ধর্ম উপদেষ্টা খাগড়াছড়ি প্রেস ক্লাবের সাধারণ সভা অনুষ্ঠিত নতুন নির্বাচন কমিশনকে বিগত কমিশন থেকে শিক্ষা নিতে হবে: মুফতী ফয়জুল করীম লালপুরে যুবলীগ নেতার বিরুদ্ধে জমি দখল ও বাড়ি ভাংচুরের অভিযোগ জনতার চেয়ারম্যান সৈয়দ তালহাকে সুনামগঞ্জ ৩ আসনে জমিয়তের প্রার্থী ঘোষণা কুরআন-হাদিসের ভিত্তিতেই হতে হবে সংস্কার: বায়তুল মোকাররমের খতিব ইসলামী সঙ্গীত সম্রাট আইনুদ্দীন আল আজাদ রহ.-এর বাবার ইন্তেকাল

আমার কোনো ফেসবুক একাউন্ট নেই, কেউ প্রতারিত হবেন না: মুফতি আরশাদ রহমানী

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

 কাউসার লাবীব।।

মুফতি আরশাদ রহমানী। তানযীমুল মাদারিসিদ দ্বীনিয়া বাংলাদেশের সভাপতি ও মারকাযুল ফিকরিল ইসলামী বসুন্ধরা ঢাকার মহাপরিচালক। ফেসবুকের সার্চ বারে গিয়ে তার নাম লিখতেই চলে আসে অসংখ্য আইডি, পেজ ও গ্রুপ। এসব জায়গা থেকে তার বরাত দিয়ে প্রচার করা হচ্ছে নানা তথ্য। যার মাধ্যমে অনেকেই নানা সময়ে বিভ্রান্ত হচ্ছেন। অথচ ভার্চুয়াল জগতের সঙ্গে তেমন পরিচিত নন তিনি। নেই কোনো নিজস্ব ফেসবুক একাউন্ট।

ফেসবুকে তার নামে ছড়িয়ে পড়া একাউন্ট, পেজ ও গ্রুপ বিষয়ে সম্প্রতি অবগত হয়েছেন তিনি। বিষয়গুলো জানতে পেরে  তিনি কঠোর অবস্থানে যাওয়ার ইঙ্গিত দিয়েছেন।

মুফতি আরশাদ রহমানী আওয়ার ইসলামকে বলেন, ‘ফেসবুকে আমার কোনো একাউন্ট নেই এবং ভবিষ্যতেও খোলার কোনো পরিকল্পনা নেই। এ জগৎ থেকে আমি দূরে থাকতে চাই। তবে আমি জানতে পেরেছি, আমার নামে ফেসবুকে একাধিক অ্যাকাউন্ট খোলা হয়েছে; যার সঙ্গে আমার কোনো নুন্যতম সম্পর্ক নেই। যারা এ একাউন্টগুলো চালাচ্ছে তারা আমার কাছ থেকে কোনো অনুমতিও পায়নি। তাছাড়া তাদেরকে আমি অনুমতি দেয়ার কোনো প্রশ্নই আসে না।’

তিনি বলেন, ‘সবাইকে অনুরোধ করছি, কেউ কোনোভাবেই এসব ভুয়া অ্যাকাউন্টের মাধ্যমে প্রতারিত হবেন না।’ প্রয়োজনে অতিশীঘ্রই আইনি পদক্ষেপ নেওয়ার কথাও জানান তিনি।

-কেএল


সম্পর্কিত খবর


সর্বশেষ সংবাদ