মঙ্গলবার, ২৬ নভেম্বর ২০২৪ ।। ১১ অগ্রহায়ণ ১৪৩১ ।। ২৪ জমাদিউল আউয়াল ১৪৪৬


কাপড় পরিধানের দোয়া

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: আল্লাহ তাআলা বান্দার প্রতিটি কাজে কল্যাণ নিহিত রেখেছেন। যাতে বান্দা পরকালে সহজেই নাজাত পায়। তাইতো কোরআন ও হাদিসে বান্দার প্রায় প্রতিটি কর্মের জন্য রয়েছে নির্ধারিত দোয়া ও ইবাদত। তেমনি কাপড় পরিধানেও রয়েছে দোয়া।

কোরআন মাজিদের এক আয়াতে আল্লাহ তাআলা পোশাকের গুরুত্ব তুলে ধরে বলেছেন, ‘হে মানবজাতি! আমি তোমাদের জন্য পোশাকের ব্যবস্থা করেছি, তোমাদের দেহের যে অংশ প্রকাশ করা দোষণীয় তা ঢাকার জন্য এবং তা সৌন্দর্যেরও উপকরণ। বস্তুত তাকওয়ার যে পোশাক সেটাই সর্বোত্তম। এসব আল্লাহর নির্দেশনাবলির অন্যতম, যাতে মানুষ উপদেশ গ্রহণ করে। (সুরা: আরাফ, আয়াত: ২৬)।

আমাদের নবীজী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম কাপড় পরিধানের জন্য একটি দোয়া শিখিয়েছেন। কাপড় পরিধানের সময় এই দোয়া পড়া সুন্নাত-

الْحَمْدُ لِلهِ الّذِيْ كَسَانِيْ هذَا الثّوْبَ وَرَزَقَنِيْهِ مِنْ غَيْرِ حَوْلٍ مِّنِّيْ، وَلَا قُوّةٍ

অর্থ: সকল প্রশংসা আল্লাহ্র জন্য, যিনি আমাকে এ পোশাক পরিধান করিয়েছেন এবং আমার শক্তি ও সামর্থ্য ছাড়াই তিনি আমাকে এটি দান করেছেন। -সুনানে আবু দাউদ, হাদীস ৪০২৩

এনটি


সম্পর্কিত খবর


সর্বশেষ সংবাদ