শুক্রবার, ২২ নভেম্বর ২০২৪ ।। ৭ অগ্রহায়ণ ১৪৩১ ।। ২০ জমাদিউল আউয়াল ১৪৪৬

শিরোনাম :
‘প্রকৃতপক্ষে ভুল হলে ক্ষমা চাইতে প্রস্তুত আ.লীগ’ সিইসিসহ নবনিযুক্ত নির্বাচন কমিশনাররা শপথ নেবেন রোববার বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় নির্বাহী সদস্য হলেন মুন্সিগঞ্জের নিরব ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল আরোহীর মৃত্যু বাজারে এলো ইনফিনিক্সের সবচেয়ে স্লিম স্মার্টফোন বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলন: বেঁচে ফেরার আশা করেনি সানিয়া মুসলিম কমিউনিটি কমলগঞ্জ উপজেলা শাখার কমিটি গঠন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন: অর্থের অভাবে অনেক আহতের হচ্ছে না চিকিৎসা কোটি টাকার সহায়তা নিয়ে ফিলিস্তিনিদের পাশে হাফেজ্জী চ্যারিটেবল সোসাইটি ফরিদপুরে ইসলামিক ফাউন্ডেশনের ‘কুরআন সবক অনুষ্ঠান’র উদ্বোধন

মুগদা মারকাযুল ফুরকানের উদ্যোগে কেরাত ও হামদ-নাত মাহফিল ২৬ মার্চ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: রাজধানীর মুগদা এলাকায় অবস্থিত মারকাযুল ফুরকানের উদ্যোগে মহান স্বাধীনতা দিবস উদযাপন উপলক্ষে পুরস্কার বিতরণী, কেরাত ও হামদ-নাত মাহফিল অনুষ্ঠিত হবে।

আগামী (২৬ মার্চ) শুক্রবার, বাদ জোহর মুগদা মধ্য মসজিদ সংলগ্ন (শামসুল হক টাওয়ার মুগদা জিরাে পয়েন্ট) ঢাকায় অনুষ্ঠিত হবে এ পুরস্কার বিতরণী কেরাত ও হামদ-নাত মাহফিল। এতে কালামে পাক থেকে তেলাওয়াত করবেন, ক্বারী সাইদুল ইসলাম আসাদ, কারী শহিদুল ইসলাম, কারী আব্দুল মালেক বিক্রমপুরী, কারী সাইফুল ইসলাম পারভেজ, বিশ্বজয়ী হাফেজ তরিকুল ইসলাম, কারী আবু রায়হান, কারী উসমান গণি, কারী হাফেজ সাইফুল ইসলাম ত্বকী, কারী সিফাতুল্লাহ আড়াইহাজারী।

সঙ্গীত পরিবেশন করবেন, আনিস আনসারী, আবু সুফিয়ান, শেখ এনাম, আবু উবায়দা, মাহমুদ হুজাইফা, কবি রিয়াদ হায়দার, হাসান নকীব, খন্দকার হােসাইন আহমাদ, সালমান সাদী, শামীম আরমান, মাসুম বিল্লাহ ইলিয়াস। উপস্থাপনায় থাকবেন তাহসান ইসলাম হান্নান ও মুহিব ইমতিয়াজ।

পুরস্কার বিতরণী কেরাত ও হামদ-নাত মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন ঢাকা-৯ আসনের মাননীয় সংসদ সদস্য আলহাজ্ব সাবের হােসেন চৌধূরী। উদ্বোধন করবেন বাংলাদেশ ইসলামী ঐক্যজোট এর চেয়ারম্যান আলহাজ্ব মিছবাহুর রহমান চৌধুরী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন মাে. গােলাম কিবরিয়া খান রাজা, হাফেজ মাওলানা তাফাজ্জল হােসাইন, শায়খ নেছার আহমাদ আন নাছিরী প্রমূখ। এতে সভাপতিত্ব করবেন গ্রীন খিদমাহ প্রপার্টিজ লিমিটেড এর চেয়ারম্যান আলহাজ্ব ডা, সফিউল্লাহ ভূইয়া।

সার্বিক ব্যবস্থাপনায় রয়েছেন, মারকাযুল ফুরকান শিক্ষা পরিবারের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান হাফেজ মাওলানা মােশাররফ হােসাইন মাহমুদ।

মারকাযুল ফুরকান শিক্ষা পরিবার আয়োজিত অনুষ্ঠানের বিষয়ে মারকাযুল ফুরকান শিক্ষা পরিবারের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান হাফেজ মাওলানা মােশাররফ হােসাইন মাহমুদ আওয়ার ইসলামকে বলেন, ‘লক্ষ শহীদের রক্তের বিনিময়ে আমরা পেয়েছি আমাদের এই স্বাধীন বাংলাদেশ। স্বাধীনতা দিবস উদযাপন উপলক্ষে আমরা আয়োজন করেছি কুরআন পাঠের। শহিদের রুহের মাগফেরাত কামনায় উৎসর্গ করতে চাই আমরাদের এ আয়োজন। আমাদের মারকাযুল ফুরকান পরিবারে পবিত্র কুরআনুল কারীম পাঠ করা হবে এ দিন। যার সাওয়াব লাভের মাধ্যমে শহীদদের আত্মা শান্তি পাবে। আমরা তাদের মাগঢেরাত কামনা করি।

এমডব্লিউ/


সম্পর্কিত খবর


সর্বশেষ সংবাদ