আওয়ার ইসলাম:
ভাষা-সাহিত্য-সাংবাদিকতা বিষয়ক লেখালেখি কর্মশালা ২৬ ফেব্রুয়ারি ২০২১ শুক্রবার। সকাল সাড়ে আটটায় শুরু হওয়া এ লেখালেখি কর্মশালা চলবে সারাদিন।
রেজিস্ট্রেশন প্রক্রিয়া- ০১৬২৬-১২০৩১৮ (বিকাশ) নম্বরে ২০০ টাকা সেন্ড মানি করুন। এবার উপরের যেকোনো একটি নম্বরে কল করে যে নম্বর থেকে টাকা পাঠিয়েছেন, তার শেষ দুই ডিজিট বলুন ও আপনার নাম তালিকাভুক্ত করুন।
প্রশিক্ষণের স্থান: মাদরাসাতুল ইনসাফ, ২৭/এ/৩ মনেশ্বর ১ম লেন (বাড্ডানগর পানির টাঙ্কির পশ্চিম পাশে), হাজারীবাগ, ঢাকা।
প্রশিক্ষণ দিবেন- স্বপ্নচারী লেখক ও মুহাদ্দিস মাওলানা মুহাম্মদ যাইনুল আবিদীন, আওয়ার ইসলাম সম্পাদক মুফতি হুমায়ুন আইয়ুব, ভাষা প্রশিক্ষক ও প্রবন্ধকার মুফতি হানিফ আল হাদী, দৈনিক সময়ের আলোর বিভাগীয় সম্পাদক আমিন ইকবাল।
যেসব বিষয়ে প্রশিক্ষণ দেওয়া হবে- ১. কী লিখবো, কীভাবে লিখবো ২. ছড়া-গল্প-ফিচার ৩. প্রবন্ধ ও অনুবাদ সাহিত্য ৪. বাংলা বানান ও সম্পাদনা ৫. সাংবাদিকতার হাতেখড়ি। কর্মশালার ব্যবস্থাপক হিসেবে রয়েছেন- মাওলানা শাহাদাত সাদমান, ভাষা প্রশিক্ষক ও পরিচালক, মাদরাসাতুল ইনসাফ। তাই দেরি না করে এখনই আপনার আসনটি কনফার্ম করুন।
রেজিস্ট্রেশন করতে যোগাযোগ- ০১৬১২-৫০৫৫৯৯; ০১৬২৬-১২০৩১৮ (বিকাশ)
-এটি