বুধবার, ০৯ এপ্রিল ২০২৫ ।। ২৫ চৈত্র ১৪৩১ ।। ১১ শাওয়াল ১৪৪৬

শিরোনাম :
ইবতেহাল আবু সাঈদ এর চিৎকার: গাজায় ইসরায়েলি যুদ্ধযন্ত্রে মাইক্রোসফট কিভাবে সহায়তা করছে? ভর্তি শুরু জামিয়া রাহমানিয়া ইসলামিয়া মাদরাসায়  ঢাকায় আগত নতুন ছাত্রদের উদ্দেশ্যে কিছু কথা ইরান-আমেরিকা সম্পর্ক: ট্রাম্পের সরাসরি আলোচনা প্রস্তাব, যুদ্ধ না শান্তিপূর্ণ সমাধান? ভর্তি শুরু জামিয়া রাহমানিয়া ইসলামিয়া মহিলা মাদরাসায়  দেশব্যাপী সরকারি ফার্মেসি চালু, অল্পদামে মিলবে ২৫০ রকম ঔষধ বাংলাদেশে আরও এক বিলিয়ন ডলার বিনিয়োগ করবে এনডিবি হজযাত্রীদের স্বাস্থ্যসেবা ও টিকাদান কেন্দ্রের তালিকা প্রকাশ করেছে ধর্ম মন্ত্রণালয় ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে পিটার হাসের সাক্ষাৎ বারিধারা মাদরাসায় হেফাজতের মহাসমাবেশের প্রস্তুতি সভা

জান্নাত পেতে হলে আদবওয়ালা হতে হবে: চরমোনাই মাঠে মুফতি ওমর ফারুক সন্ধীপী

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

মাহমুদুল হাসান
চরমোনাই ময়দান থেকে

জান্নাত পেতে হলে আমাদের সবাইকে আদব ওয়ালা হতে হবে। জান্নাত পাওয়ার শর্ত হলো গোনাহ মাফ হওয়া। আদব ওয়ালা হওয়া। নৈতিক অবক্ষয় ও অধপতন একমাত্র আদব ছেড়ে দেয়ার কারনে।

চরমোনাই ময়দানে আজ ২৪ ফেব্রুয়ারি (বুধবার) রাত ৮ টা ৩০ মিনিটে ইসলামী আন্দোলনের শরীয়া বোর্ডের উপদেষ্টা মুফতি ওমর ফারুক সন্ধীপী এ বয়ান পেশ করেন।

তিনি আগত মুসল্লিদের আরও বলেন, মুসলিম উম্মাহর এই মুহুর্তে সবচেয়ে বড় প্রয়োজন হলো ঐক্য। আর আমাদের ঐক্য হলে পৃথিবীর কোন শক্তি তা ভেঙ্গে ফেলার শক্তি রাখে না। এক আর নেক ছাড়া আমাদের কোন বিকল্প নেই। আমরা এক আর নেককার হয়ে হাতে হাত রেখে ইসলামের জন্য কাজ করব ইনশাআল্লাহ।

প্রসঙ্গত, বুধবার বরিশালের কীর্তনখোলা নদীর তীরে চরমোনাই ময়দানে ৩দিন ব্যাপী বার্ষিক মাহফিল (ফাল্গুন) শুরু হয়েছে। মাহফিল চলবে আগামী ২৭ তারিখ বাদ ফজর পর্যন্ত। চরমোনাই পীর সৈয়দ মুহাম্মাদ রেজাউল করীমের আখেরী মুনাজাতের মাধ্যমে ২৭ ফেব্রুয়ারি (শনিবার) বাদ ফজর শেষ হবে এ মাহফিল।

জানা গেছে, মাহফিলের ৩দিনে মোট ৭টি বয়ান হবে। এর মাঝে ৫টি বয়ান করবেন চরমোনাইয়ের প্রধান পীর মুফতি সৈয়দ মুহাম্মদ রেজাউল করীম। আর ২টি বয়ান করবেন মুফতি সৈয়দ মুহাম্মদ ফয়জুল করীম। এছাড়াও মাহফিলে আগত বিদেশী উলামায় কেরামগণ মুসল্লিদের উদ্দেশ্যে বয়ান করবেন বলে।

-কেএল


সম্পর্কিত খবর



সর্বশেষ সংবাদ