আওয়ার ইসলাম: ভাষা সাহিত্য ও সাংবাদিকতা বিষয়ক লেখালেখি কর্মশালা ২৬ ফেব্রুয়ারি ২০২১ শুক্রবার। সকাল ৮.৩০ মিনিটে শুরু হওয়া এ লেখালেখি কর্মশালা চলবে সারাদিন।
রাজধানীর ঢাকার হাজারীবাগ এলাকায় মাদরাসাতুল ইনসাফে (২৭/এ/৩ মনেশ্বর ১ম লেন, বাড্ডানগর, পানির টাঙ্কির পশ্চিম পাশে) অনুষ্ঠিত হবে এ লেখালেখি কর্মশালা। এতে ডেলিগের্ট ফি ধরা হয়েছে মাত্র ২০০ টাকা। অংশগ্রহণকারী সবার জন্য থাকবে দুপুরে খাবারের ব্যবস্থা।
কর্মশালায় যেসব বিষয়ে প্রশিক্ষণ দেওয়া হবে। কী লিখবে, কীভাবে লিখবাে। ছড়া-গল্প-ফিচার প্রবন্ধ ও অনুবাদ সাহিত্য। বাংলা বানান ও সম্পাদনা আর সাংবাদিকতার হাতেখড়ি। কর্মশালার ব্যবস্থাপক হিসেবে রয়েছেন মাদরাসাতুল ইনসাফের ভাষা প্রশিক্ষক ও পরিচালক শাহাদাত সাদমান।
প্রশিক্ষণ দিবেন স্বপ্নচারী লেখক ও মুহাদ্দিস মাওলানা মুহাম্মদ যাইনুল আবিদীন, আওয়ার ইসলাম সম্পাদক মুফতি হুমায়ুন আইয়ুব, ভাষা প্রশিক্ষক ও প্রবন্ধকার মুফতি হানিফ আল হাদী, দৈনিক সময়ের আলাের বিভাগীয় সম্পাদক আমিন ইকবাল।
কর্মশালার আসন সংখ্যা সীমিত। তাই দ্রুত রেজিস্ট্রেশন করতে যােগাযােগ করুন ০১৬১২-৫০৫৫৯৯ ও ০১৬২৬-১২০৩১৮ (বিকাশ)।
এমডব্লিউ/