মুফতি আবদুল্লাহ তামিম।।
প্রশ্ন: দারুল উলুম দেওবন্দের ওয়েব সাইটে এক ভাই প্রশ্ন করেছেন, কুরআন তিলাওয়াতের কোনো নিষিদ্ধ সময় আছে? সূর্যাস্তে বা সূর্যোদয় বা সূর্যাস্তের সময় কুরআন তিলাওয়াত করা যাবে না, এমন কোনো বিধান আছে কি?
উত্তর নং: ৬০২৩১১ তে এ বিষয়ে আলোচনা করতে গিয়ে জানানো হয়।
কুরআন তিলাওয়াত ও তাফসির করার জন্য মাকরুহ বা নিষিদ্ধ সময় নেই। সূর্যোদয়, সূর্যাস্তের সময় তাফসির বা কুরআন তিলাওয়াত করা যাবে। এ ক্ষেত্রে কোনো নিষেধাজ্ঞা নেই। তবে মাকরূহ তিনটি সময়ে কুরআন তিলাওয়াত থেকে জিকির আজকারে সময় কাটানো উত্তম।
দলিল- قال فی الدر: وفیہ عن البغیة: الصلاة فیہا علی النبي صلی اللہ علیہ وسلم أفضل من قراء ة القرآن، وفی الشامي: قولہ (الصلاة فیہا) أي فی الأوقات الثلاثة وکالصلاة ، الدعاء والتسبیح کما ہو فی البحر عن البغیة الخ ۔ (شامی: 2/33، ط: اشرفی دیوبند) সূত্র: দারুল ইফতা, দারুল উলূম দেওবন্দ
-এটি