আওয়ার ইসলাম: স্মার্টফোনের পর এবার ওয়েবেও চালু হলো ইউটিউবের ভয়েস সার্চ। এখন থেকে আর ইউজারদের ইউটিউবে গিয়ে কোনো কিছু সার্চ করার জন্য টাইপ করার প্রয়োজন পড়বে না। ভয়েস কমান্ডেই ইউটিউবে কোনো কিছু সার্চ করতে পারবেন গ্রাহক।
আগে ফিচারটি অ্যানড্রয়েড ও আইওএস ফোনে ছিল এবার এটি ওয়েবেও চালু হলো।
ইউটিউব ওয়েব অ্যাপে সার্চ বারের ঠিক পাশেই একটি মাইক্রোফোন আইকন দেয়া হয়েছে। গ্রাহকদের শুধু ভয়েস সার্চ চালু করার জন্য ইউটিউবকে মাইক্রোফোন অন করার অনুমতি দিতে হবে। এরপর সেই মাইক্রোফোনে ট্যাপ করে আপনি যা-খুশি বলতে পারেন, তাই আপনাকে সার্চ করে দেখাবে ইউটিউব।
-এএ