আওয়ার ইসলাম: ভারতের ঐতিহ্যবাহী দীনি বিদ্যাপীঠ দারুল উলুম দেওবন্দের ওয়েব সাইটে এক ভাই প্রশ্ন করেছেন-বাড়িতে বা অফিসে কোনও মন্দিরের ছবি সৌন্দর্যের জন্য লৈাগানো যাবে? কাফেরদের উপাসনার ঘরকে শ্রদ্ধা করার কোনও দিক রয়েছে কি ইসলামে? জানালে উপকৃত হবো।
দারুল উলুম দেওবন্দ উত্তর নং: ৬০১৯৮৮ এ বলে অফিস, দেয়াল বা মোবাইল ইত্যাদিতে এ জাতীয় ছবি লাগানো জায়েয নেই। চাই সেটা সৌন্দর্যের জন্য হোক না কেনো। সৌন্দর্যের জন্য গীর্জা মন্দির বা চার্চ এর ছবি টানানো জায়েজ নেই।
-ওআই/আবদুল্লাহ তামিম