রবিবার, ২৪ নভেম্বর ২০২৪ ।। ৯ অগ্রহায়ণ ১৪৩১ ।। ২২ জমাদিউল আউয়াল ১৪৪৬

শিরোনাম :
ঢাকা থেকে ভাঙ্গা হয়ে খুলনায় গেলো পরীক্ষামূলক ট্রেন নির্বাচনের তারিখ ঘোষণা করবেন প্রধান উপদেষ্টা: প্রেস উইং ধর্মীয় মূল্যবোধ ও সাম্যের ভিত্তিতে সংবিধান রচনার আহ্বান নেপালে ফের কুরআন প্রতিযোগিতার আয়োজন করছে সৌদি আগামীকাল সংবিধান সংস্কার কমিশনে প্রস্তাবনা পেশ করবে ইসলামী আন্দোলন ‘আল্লামা আতহার আলী রহ. জীবন, কর্ম, অবদান’ বইয়ের মোড়ক উন্মোচন আগামীকাল হাজী ইমদাদুল্লাহ মুহাজিরে মক্কী রহ. : কে এই মহান ব্যক্তি হাজিদের স্বার্থ রক্ষায় সরকার প্রতিশ্রুতিবদ্ধ : ধর্ম উপদেষ্টা মহানবীকে সা. নিয়ে কটূক্তি করলে সংবিধানে শাস্তির বিধান রাখার প্রস্তাব পার্থের নতুন নির্বাচন কমিশন প্রত্যাখ্যান জাতীয় নাগরিক কমিটির

ফিলিস্তিনে আবিস্কার হলো হযরত ঈসা আ. বাড়ি

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: বাড়িটি ফিলিস্তিনের উত্তরাঞ্চলীয় নাসেরাহ এলাকায় অবস্থিত। বেথলেহম এবং জেরুসালেমের পর এটি তৃতীয় শহর সেখানে হযরত ঈসা আ. তার জীবন অতিবাহিত করেছেন। বাইবেলের ভাষ্য অনুযায়ী, হযরত ঈসা আ. এর শৈশব এবং কৈশোরকাল এসকল শহরে অতিবাহিত করেন।

প্রত্নতাত্ত্বিকেরা দাবি করেছেন, তারা এমন একটি বাড়ির সন্ধান পেয়েছেন যেখানে হযরত ঈসা আ. তার শৈশব কাটিয়েছেন।

১৮৮০ দশকে বাড়িটি প্রথম নাসেরাইট খ্রিস্টান নানদের দ্বারা আবিষ্কার করা হয়েছিল এবং ১৯৩০ দশকে বাইবেলের পণ্ডিত ভিক্টর গেরিন বলেন নাসেরাহ শহরে ১৮৮৮ সালেও গবেষণার জন্য খননকাজ অব্যাহত ছিল। সেই সময়, নানরা হযরত ঈসা (আ.)এর সেখানে বসবাস করার কোন প্রমাণ খুঁজে পায়নি, তবে এখন একজন প্রত্নতাত্ত্বিক নিশ্চিত হয়েছেন যে. এটিই হযরত ঈসা (আ.)এর বাড়ি।

লন্ডনের ইউনিভার্সিটি অব রিডিংয়ের প্রফেসর “কেন ডার্ক” ২০০৬ সালে প্রথম এই অঞ্চলের অন্বেষণ শুরু করেন এবং ২০১৫ সালে তিনি নিশ্চিত হন যে, এই বাড়িটিতেই হযরত ঈসা (আ.) তাঁর শৈশবকাল কাটিয়েছেন। আধুনিক প্রযুক্তি বিজ্ঞানীদের প্রমাণ করতে দিয়েছেন যে এই বাড়িটি খ্রিস্টীয় প্রথম শতাব্দীতে নির্মিত হয়েছিল।

অধ্যাপক ডার্ক বিশ্বাস করেন যে, সংগৃহীত তথ্য ও প্রমাণ দ্বার এটাই বিদ্যমান যে তার অনুমান সঠিক হয়েছে।

বাইবেলে এমনকি তার অনুমানের বৈধতার প্রমাণ রয়েছে। এই প্রত্নতাত্ত্বিকের মতে, বাড়িটি দক্ষ ও পেশাদার রাজমিস্ত্রি দ্বারা নির্মাণ করা হয়েছে। ইকনা

-এটি


সম্পর্কিত খবর


সর্বশেষ সংবাদ