শনিবার, ২৩ নভেম্বর ২০২৪ ।। ৭ অগ্রহায়ণ ১৪৩১ ।। ২১ জমাদিউল আউয়াল ১৪৪৬

শিরোনাম :
কাল যাত্রাবাড়ী মাদরাসায় মজলিসে দাওয়াতুল হকের ইজতেমা শেখ হাসিনা ভারতে বসে দেশের বিরুদ্ধে চক্রান্ত করছেন: মজলিস মহাসচিব ডেঙ্গুতে এক সপ্তাহে ৩১ জনের মৃত্যু, আক্রান্ত ৬২৩০ মসজিদে নববীর আদলে হবে আন্দরকিল্লা শাহী জামে মসজিদ: ধর্ম উপদেষ্টা খাগড়াছড়ি প্রেস ক্লাবের সাধারণ সভা অনুষ্ঠিত নতুন নির্বাচন কমিশনকে বিগত কমিশন থেকে শিক্ষা নিতে হবে: মুফতী ফয়জুল করীম লালপুরে যুবলীগ নেতার বিরুদ্ধে জমি দখল ও বাড়ি ভাংচুরের অভিযোগ জনতার চেয়ারম্যান সৈয়দ তালহাকে সুনামগঞ্জ ৩ আসনে জমিয়তের প্রার্থী ঘোষণা কুরআন-হাদিসের ভিত্তিতেই হতে হবে সংস্কার: বায়তুল মোকাররমের খতিব ইসলামী সঙ্গীত সম্রাট আইনুদ্দীন আল আজাদ রহ.-এর বাবার ইন্তেকাল

রোহিঙ্গাদের এখনই ভাসানচরে নেয়া যাচ্ছে না

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: রোহিঙ্গাদের ভাসানচরে নেয়ার জন্য জাতিসংঘ এবং আন্তর্জাতিক বেসরকারি সংস্থাগুলোর দেয়া ৫২টি শর্ত মানা হলেও এখনই সম্পন্ন হচ্ছে না স্থানান্তর।

যদিও এ মাসেই তা হওয়ার কথা ছিলো। ভাসানচরে এরই মধ্যে ৭ হাজার একর জায়গায় এক লাখ রোহিঙ্গার জন্য আধুনিক আশ্রয়কেন্দ্র নির্মাণ করা হয়েছে। কঠোর নিরাপত্তার ব্যবস্থা করা হয়েছে বলেও বৈশাখী টেলিভিশনকে জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল।

১৯৭৮ সাল থেকে ২০১৭ সালের আগষ্ট মাস পর্যন্ত মিয়ানমারের রাখাইন থেকে সীমান্ত পেরিয়ে বাংলাদেশের কক্সবাজারে আশ্রয় নিয়েছে ১০ লাখেরও বেশি রোহিঙ্গা। এখন বিশ্বের সবচেয়ে বড় শরণার্থী আশ্রয়কেন্দ্রে পরিণত হয়েছে কক্সবাজার।

তবে ২০১৭ সাল থেকে রোহিঙ্গাদের মিয়ানমারে ফেরত পাঠাতে জোর কূটনৈতিক তৎপরতা চালাচ্ছে সরকার। বিশ্বের ক্ষমতাধর দেশগুলোর সাথে নিয়মিত যোগাযোগ রাখা হচ্ছে। কিন্তু সেটা যে খুব একটা কাজে দিচ্ছেনা, তা পররাষ্ট্রমন্ত্রীর বক্তব্যেই স্পষ্ট।

রোহিঙ্গাদের মিয়ানমারে প্রত্যাবাসন নিশ্চিত না হওয়া পর্যন্ত তাদের ভাসানচরে রাখতে ২০১৭ সাল থেকে প্রস্তুতি শুরু করে সরকার। এ বছরের নভেম্বরে এক লাখ রোহিঙ্গাকে সেখানে পাঠানোর কথা। এজন্য ভাসানচরে প্রায় সাত হাজার একর জায়গাজুড়ে নির্মিত হয়েছে আধুনিক আশ্রয় শিবির। যেখানে ১২০টি বাড়ি রয়েছে। আর একেকটি বাড়িতে থাকতে পারবেন প্রায় ১ হাজার ২০০ জন। পাঠানো হয়েছে আইন-শৃঙ্খলাবাহিনীও।

কিন্তু বসবাসের সকল পরিবেশ নিশ্চিত করা হলেও রোহিঙ্গাদের এখনই ভাসানচরে স্থানান্তর করা যাচ্ছে না। এ ব্যাপারে জাতিসংঘের শরণার্থী বিষয়ক হাইকমিশনার এবং আন্তর্জাতিক এনজিগুলোর সায় মেলেনি। যদিও স্থানান্তরের জন্য তাদের দেয়া ৫২টি শর্ত সরকার বাস্তবায়ন করেছে। কিন্তু ঐ দুই পক্ষের বাধায় রোহিঙ্গাদের ভাসানচরে স্থানান্তর পিছিয়ে যাচ্ছে বলে জানালেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী।

তিনি জানালেন, জটিলতা সত্বেও রোহিঙ্গাদের ভাসানচরে পাঠাতে বহুমুখী তৎপরতা চালিয়ে যাচ্ছে সরকার।

-এটি


সম্পর্কিত খবর


সর্বশেষ সংবাদ