আওয়ার ইসলাম: মহামারি করোনাকালে মানুষের দৈনন্দিন জীবনের অংশ হয়ে গেছে হ্যান্ড স্যানিটাইজার। হাত পরিষ্কার করা ছাড়াও অনেকেই স্যানিটাইজার দিয়ে স্মার্টফোনটির পরিষ্কারের চেষ্টা করেন। বিশেষজ্ঞরা বলছেন, স্মার্টফোন পরিষ্কার করতে অ্যালকোহল যুক্ত স্যানিটাইজার ব্যবহার একেবারেই ঠিক নয়। এতে ফোনের চরম ক্ষতি হয়। এক লাফে অনেকখানি আয়ু কমবে স্মার্টফোনটির। স্যানিটাইজার দিয়ে স্মার্টফোন পরিষ্কার করলে যে ছয়টি ক্ষতি হতে পারে-
এক- স্যানিটাইজার ব্যবহারের ফলে ফোনের স্ক্রিন পরিষ্কারের হয় না, বরং ক্ষতিগ্রস্তই হয়। পাশাপাশি হেডফোনের জ্যাক ও স্পিকারও নষ্ট করে দেয়।
দুই- বিশেষজ্ঞরা জানাচ্ছেন, স্যানিটাইজারে অ্যালকোহল থাকে। তাই সেটি দিয়ে মোবাইল পরিষ্কারের পর হেডফোনের জ্যাক কিংবা চার্জার গুঁজলে শর্ট সার্কিটের প্রবল সম্ভাবনাও থেকে যায়। এছাড়া আয়ুও কমে যায় অনেক।
তিন- ফোনে স্যানিটাইজার ব্যবহার করলে ডিসপ্লে ধীরে ধীরে হলুদ হয়ে যেতে পারে। একই সঙ্গে ক্যামেরার লেন্সও নষ্ট হয়ে যেতে পারে।
স্মার্টফোনের যত্ন নেবেন যেভাবে-
চার- প্রফেশনাল ক্লিনিং সলিউশন কিনে ফেলতে পারেন।
পাঁচ- ৭০ শতাংশ অ্যালকোহল রয়েছে, এমন বিশেষ ওয়াইপস বাজারে অনায়াসেই পেয়ে যাবেন। সেটি দিয়ে জীবাণুমুক্ত করে ফেলতে পারেন স্মার্টফোন।
ছয়- সুরক্ষিত অ্যান্টি-ব্যাকটিরিয়াল টিস্যু পেপার কিনেও সহজেই মোবাইল পরিষ্কার করতে পারেন। যে কোনো ওষুধের দোকানেও পেয়ে যাবেন। এটি শুকনো হওয়ায় ফোনের ক্ষতি করে না বলেই জানাচ্ছেন বিশেষজ্ঞরা।
-কেএল