আওয়ার ইসলাম: ক্ষমতা থাকলে ম্যাক্রোঁর গলা চেপে ধরতাম বলে মন্তব্য করেছেন বিখ্যাত কৌতুকশিল্পী হারুন কিসিঞ্জার। গতকাল বুধবার (৪ নভেম্বর) নিজের ফেসবুক পেজের এক ভিডিও বার্তায় তিনি এ মন্তব্য করেন।
ভিডিও বার্তার শুরুতে ‘নবি মোর পরশমনি, নবি মোর সোনার খনি। নবি নাম জপে যে জন সে তো দু’জাহানের ধনি। নবি মোর পরশমনি।’ নামক বিখ্যাত না’ত গান তিনি।
এরপর বলেন, ‘নবি আমাদের চোখের মনি। আর সে নবিকে নিয়ে ফ্রান্স ব্যঙ্গ করছে। কতবড় সাহস! সে কি মানুষ না জানোয়ার। আদার বেপারী হয়ে জাহাজের খবর নেয়। আরে এমন রেকর্ডও তো আছে। অনেক নবি বলেছেন, যদি নবি না হয়ে শেষ নবির উম্মত হতে পারতাম তাহলে জীবনটা ধন্য হতো। আর সেই নবি নিয়ে তুমি ফ্রান্স ফাইজলামি করো। কতবড় সাহস!’
তিনি বলেন, ‘আল্লাহ যদি আমারে জিনের ক্ষমতা দিতো। তাহলে আমি উইড়া গিয়া গায়েবীভাবে তোর (ম্যাক্রোঁ) গলা চেপে ধরতাম। আর বলতাম, যে নবি নিয়ে আর ফাইজলামি করবি!’
ভিডিও বার্তায় তিনি জানান, কথাগুলো আরও অনেক আগে বলা দরকার ছিলো তার। তিনি ঢাকার বাইরে সুটিংয়ে ছিলেন। তাই একথা বলতে দেরী হয়ে গিয়েছে।’
ফ্রান্সের পন্য বয়কটের আহবান জানিয়ে তিনি বলেন, ‘আপনারা পৃথিবীর যে যেখানে আছেন ফ্রান্সের জিনিস অবশ্যই ব্যবহার করবেন না। আমার কাছে কিছু ফ্রান্সের কসমেটিকস ছিলো। আমি বাসায় এসে সাথে সাথে সেগুলো ডাস্টবিনে ফেলে দিয়েছি। ফ্রান্সের পন্য ব্যবহার করবো না। এমনকি সে পন্যের উপর থুথু মেরেছি দু'বার। আপনারাও অন্তত এ একটা প্রতিবাদ তো করতে পারেন। আর কিছু পারেন না পারেন। আপনারা ফ্রান্সের পন্য ব্যবহার করবেন না। আপনাদের কাছে আমার এটা একটা অনুরোধ।’
ফ্রান্সকে সাপের্টকারী দেশের পন্যও ব্যবহার না করার আহবান জানিয়ে হারুন কিসিঞ্জার আরও বলেন, ‘শুধু ফ্রান্স কেনো! ফ্রান্সকে যে দেশ সাপোর্ট করবে সে দেশের পন্যও ব্যবহার করবেন না। ওদের সাথে আমাদের সম্পর্ক রাখার কোনো দরকার নেই।’
তিনি বলেন, ‘আমাদের নবি আগে। যেই নবির সুপারিশ ছাড়া একটা প্রাণীও বেহেশতে যেতে পারবে না। সেই নবিকে নিয়ে এতোবড়ো বাজে কথা! আল্লাহর গজব পড়ুক। যারা এগুলো করে। আল্লাহ হেদায়েত করুক ওদের।’
এমডব্লিউ/