আবদুল্লাহ তামিম।।
রাত পোহালেই শুরু হবে মাকতাবাতুল ইসলাম কর্তৃক আয়োজিত চতূর্থ সিরাতগ্রন্থ প্রদর্শনী ও মূল্যছাড় উৎসব। ‘মহানবীর জীবনাদর্শ অনুসরণে সিরাত পাঠের বিকল্প নেই’ স্লোগান নিয়ে শুরু হতে-যাওয়া এ প্রদর্শনী বেশ কিছু আয়োজন নিয়ে হাজির হচ্ছে।
পাশাপাশি একই জায়গায় শুরু হয়েছে মাকতাবাতুল আযহার কর্তৃক আয়োজিত সিরাতুন্নবী কিতাব মেলা। প্রদর্শনীতে স্থান পাবে বাংলা ভাষায় প্রকাশিত দেশের শীর্ষস্থানীয় প্রকাশনীগুলোর নির্ভরযোগ্য সব সিরাতগ্রন্থ।
পাশাপাশি সংশ্লিষ্ট প্রকাশনীসহ অন্যান্য প্রকাশনীর বিভিন্ন বাংলা প্রকাশনায় থাকবে ৬০% পর্যন্ত মূল্যছাড়। মাকতাবাতুল ইসলাম-এর প্রতিষ্ঠাতা মাওলানা আহমাদ গালিব আওয়ার ইসলামকে জানিয়েছেন যে বাংলাদেশে সিরাতগ্রন্থ প্রদর্শনীর আয়োজন মূলত তারা পাঠকবৃন্দকে সিরাত পাঠে উদ্বুদ্ধ করার জন্যে করে থাকেন। তারা তাদের এ আয়োজন প্রতিবছর অব্যাহত রাখবেন বলে জানিয়েছেন।
স্থান: মাকতাবতুল ইসলাম প্রধান বিক্রয়কেন্দ্র। মধ্যবাড্ডা। ঢাকা।
-এটি