শুক্রবার, ২২ নভেম্বর ২০২৪ ।। ৭ অগ্রহায়ণ ১৪৩১ ।। ২০ জমাদিউল আউয়াল ১৪৪৬

শিরোনাম :
‘প্রকৃতপক্ষে ভুল হলে ক্ষমা চাইতে প্রস্তুত আ.লীগ’ সিইসিসহ নবনিযুক্ত নির্বাচন কমিশনাররা শপথ নেবেন রোববার বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় নির্বাহী সদস্য হলেন মুন্সিগঞ্জের নিরব ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল আরোহীর মৃত্যু বাজারে এলো ইনফিনিক্সের সবচেয়ে স্লিম স্মার্টফোন বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলন: বেঁচে ফেরার আশা করেনি সানিয়া মুসলিম কমিউনিটি কমলগঞ্জ উপজেলা শাখার কমিটি গঠন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন: অর্থের অভাবে অনেক আহতের হচ্ছে না চিকিৎসা কোটি টাকার সহায়তা নিয়ে ফিলিস্তিনিদের পাশে হাফেজ্জী চ্যারিটেবল সোসাইটি ফরিদপুরে ইসলামিক ফাউন্ডেশনের ‘কুরআন সবক অনুষ্ঠান’র উদ্বোধন

হেরার পথে ফাউন্ডেশনের ৭১ দিনব্যাপী 'এসো অবদান রাখি' কার্যক্রম শুরু

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

হাসান আল মাহমুদ: হেরার পথে ফাউন্ডেশনের ৭১ দিনব্যাপী ‘এসো অবদান রাখি’ মানবিক সেবা কার্যক্রম শুরু হয়েছে। ২০ জন এতীম-অনাথ, অবহেলিত, সুবিধা বঞ্চিত শিশুদের খাবার ও মাস্ক বিতরনের মধ্যে দিয়ে শুরু হয় এর কার্যক্রম।

গতকাল বৃহস্পতিবার (১৫ ই অক্টোবর) সন্ধার পর এর শুভ উদ্বোধন হয় রাজধানীর মিরপুর-৬ হেরার পথে ফাউন্ডেশন এর অফিসে। এতে উপস্থিত ছিলেন হেরার পথে ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক সাঈদ আহমাদ ও ফাউন্ডেশনের চেয়ারম্যান আলহাজ্ব এম. এ. মালেক।

আরও উপস্থিত ছিলেন হেরার পথে ফাউন্ডেশনের যুবক, রাহবার কাফেলার সভাপতি এ. এন. আতিকুর রহমান, সহ-সভাপতি মেজবাহ উদ্দীন বাবুল, কোষাধ্যক্ষ মো. তৌহিদুর রহমান, শিক্ষা বিষয়ক সম্পাদক মাহমুদুল হাসানসহ ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা সদস্যগন।

উদ্বোধনপূর্ব বক্তব্যে ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক সাঈদ আহমাদ বলেন, ১৯৭১ সনের মহান মুক্তিযুদ্ধের চেতনা ও আদর্শের প্রতিফলে ৭১ দিনব্যাপী অভাবী-দুস্থ ও সুবিধা বঞ্চিত সকল শ্রেণি, ধর্মের মানুষের মাঝে আমরা সুস্বাদু ও স্বাস্থ্যসম্মত খাবার বিতরণ করে যাবো।

তিনি বলেন, টেকসই উন্নয়নের লক্ষ্যমাত্রা অর্জনের প্রত্যয়ে সুবিধা বঞ্চিত দুঃখী শ্রেণির সুস্বাস্থ্য ও পুষ্টি নিশ্চিত করণে রাজধানী ঢাকা ও আশেপাশের এলাকায় প্রতিদিন অভাবী ও সুবিধা বঞ্চিত ১০০ জনকে মাত্র ১০ টাকায় সুস্বাদু খাবার বিতরণ কার্যক্রম চলবে ইনশাআল্লাহ।

ফাউন্ডেশনের চেয়ারম্যান জনাব আলহাজ্ব এম. এ. মালেক বলেন, সমাজের যারা বিত্তবান, তাদের প্রত্যেকের উচিত নিজ নিজ জায়গা থেকে অসহায় ও গরীবদের পাশে দাঁড়ানো। হেরার পথে ফাউন্ডেশন সেই দায়বদ্ধতার কাজটিই করে যাচ্ছে ও যাবে ইনশাআল্লাহ।

এমডব্লিউ/


সম্পর্কিত খবর


সর্বশেষ সংবাদ