সোমবার, ২৫ নভেম্বর ২০২৪ ।। ৯ অগ্রহায়ণ ১৪৩১ ।। ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

শিরোনাম :
চিকিৎসকরা বছরে দুইবারের বেশি বিদেশ যেতে পারবেন না ঢাকা থেকে ভাঙ্গা হয়ে খুলনায় গেলো পরীক্ষামূলক ট্রেন নির্বাচনের তারিখ ঘোষণা করবেন প্রধান উপদেষ্টা: প্রেস উইং ধর্মীয় মূল্যবোধ ও সাম্যের ভিত্তিতে সংবিধান রচনার আহ্বান নেপালে ফের কুরআন প্রতিযোগিতার আয়োজন করছে সৌদি আগামীকাল সংবিধান সংস্কার কমিশনে প্রস্তাবনা পেশ করবে ইসলামী আন্দোলন ‘আল্লামা আতহার আলী রহ. জীবন, কর্ম, অবদান’ বইয়ের মোড়ক উন্মোচন আগামীকাল হাজী ইমদাদুল্লাহ মুহাজিরে মক্কী রহ. : কে এই মহান ব্যক্তি হাজিদের স্বার্থ রক্ষায় সরকার প্রতিশ্রুতিবদ্ধ : ধর্ম উপদেষ্টা মহানবীকে সা. নিয়ে কটূক্তি করলে সংবিধানে শাস্তির বিধান রাখার প্রস্তাব পার্থের

বাংলাদেশের সঙ্গে যৌথভাবে ভ্যাকসিন উৎপাদনে কাজ করবে ভারত

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: করোনা ভ্যাকসিন উৎপাদনকারী দেশ হিসেবে ভারত কাজ করছে বলে জানিয়েছেন বাংলাদেশে নিযুক্ত ভারতীয় নতুন হাইকমিশনার বিক্রম কুমার দোরাইস্বামী।

গতকাল বৃহস্পতিবার (৮ অক্টোবর) গুলশান ইন্ডিয়ান হাউজে মিডিয়াকর্মীদের সঙ্গে প্রথম সাক্ষাতে বিভিন্ন প্রশ্নের জবাবে এসব কথা বলেন তিনি।

তিনি বলেন, ‘আমরা করোনা ভ্যাকসিন উৎপাদনকারী হিসেবে কাজ করছি। বাংলাদেশের সঙ্গে একযোগে ভ্যাকসিন নিয়ে কাজ করার বিষয়টি আমরা নিশ্চিত করছি। ভারতে শিগগিরই ভ্যাকসিন ট্রায়াল শুরু হচ্ছে। বাংলাদেশ সরকার অনুমতি দিলে এখানেও ট্রায়াল করা হবে।’

তিনি আরও বলেন, ‘করোনা ভাইরাস অপ্রত্যাশিত রোগ। এর ব্যাপকতা এখনো অজানা। বিশ্ব স্বাস্থ্য সংস্থা বলেছে খুব শিগগিরই ভ্যাকসিন আসছে। আমরা ভ্যাকসিন উৎপাদনকারী হিসেবে কাজ করছি। বাংলাদেশ ভারত অংশীদারিত্বের ভিত্তিতে আমরা ভ্যাকসিন তৈরি করতে পারব বলে আশা করছি এবং এক সঙ্গে মূল্য নির্ধারণ করতে পারব।’

সীমান্ত হত্যাকাণ্ড কমিয়ে আনার ব্যাপারে দৃঢ়প্রতিজ্ঞ এই হাইকমিশনার বলেন, ‘সীমান্ত হত্যা বন্ধে পর্যবেক্ষণ বাড়ানো হবে। সীমান্তে প্রাণঘাতী অস্ত্রের ব্যবহার কমিয়ে আনার ব্যাপারে সর্বোচ্চ গুরুত্ব দেয়া হবে।’

তিনি আরও বলেন, ‘বাংলাদেশের সঙ্গে বিদ্যমান সবগুলো ইস্যু নিয়ে কাজ করব। সবার আগে দুই দেশের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক আরও মজবুত করার ক্ষেত্রে কাজ করব।’

-এটি


সম্পর্কিত খবর


সর্বশেষ সংবাদ